বাথ টবে স্নানের সঙ্গে নজর কাড়া নাচ গরিলার, ভিডিও দেখলে হাসতেই হবে

ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
trending Video, viral video, animal video, Gorilla dances in Bathtub, gorilla dance, dance video, animal dance video, bathroom dance, water dance, trending dance video, funny dance, funny dance video

সোশ্যাল মিডিয়া মানেই চমক। নানান ধরণের মজার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। এই সব মজার মজার ভিডিও দেখার জন্য মানুষজন মুখিয়ে থাকেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গরিলা, বাঘ-ভাল্লুকের মজার নানান ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি ফের ভাইরাল হয়েছে এমনই মজার একটি ভিডিও।

Advertisment

টুইটারে গরিলার একটি পুরনো নাচের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে এবং ব্যবহারকারীদের মন জয় করেছে এই ভিডিও। ভিডিওতে একটি গরিলাকে বাথটবে মজা করে নাচতে দেখা যায়। স্নান করার সময় গরিলাকে এমন নাচ করতে দেখে অনেক ব্যবহারকারীকেই তাদের বাথরুমের ‘নাচের সেশনের’ কথা মনে করিয়ে দেয়। আপনিও এই ভিডিওটি দেখার পর নিজের হাসি থামাতে পারবেন না। বাথটাবে আনন্দে নাচতে থাকা গরিলার এই মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল।

আরও পড়ুন: < গর্ভাবস্থায় জিমে গিয়ে ‘বিপজ্জনক স্টান্ট’, ভিডিও দেখেই আঁতকে উঠেছেন সকলে >

Advertisment

এই আকর্ষণীয় ভিডিওটি "@fasc1nate" টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ডালাস চিড়িয়াখানার এই গরিলার নাম জোলা, যে তার নাচের ভিডিওগুলির জন্য সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। এই আকর্ষণীয় ভিডিওতে, গরিলাকে নীল রঙের বাথটবে স্নান করতে করতে নাচতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Viral Video Trending News