বনরক্ষীর পথ আগলে সিংহী, তারপর যা হল...

এ দৃশ্য়ের ভিডিও সামনে আসতেই মন কেড়েছে নেটাগরিকদের।

এ দৃশ্য়ের ভিডিও সামনে আসতেই মন কেড়েছে নেটাগরিকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
forest guard lion encounter gir forest, বনরক্ষী

ছবি: টুইটার।

ঘুটঘুটে অন্ধকার। গাড়িতে করে বাড়ি ফিরছেন এক বনরক্ষী। আচমকা গাড়ির হেডলাইটে ধরা পড়ল সে। পথ আগলে একেবারে স্বমহিমায় বসে রয়েছে এক সিংহী। তা দেখে থেমে গেল বনরক্ষীর গাড়ির চাকা। গাড়ি থেকে গুজরাটি ভাষায় সিংহীকে পথ ছাড়তে রীতিমতো আকুতিমিনতি করলেন মহেশ সন্দর্ভ নামের জনৈক রক্ষী। তারপর?

Advertisment

কিছুক্ষণ পরই পথ ছেড়ে একটুও রা না কেড়েই চলে গেল সেই সিংহী। এ দৃশ্য়ের ভিডিও সামনে আসতেই মন কেড়েছে নেটাগরিকদের। সিংহীর অমন শান্ত আচরণের তারিফও করেছেন কেউ কেউ।

Advertisment

আরও দেখুন: ঠাকুমাকে ষাঁড়ের গুঁতো, বাঁচাল একরত্তি নাতি

ভিডিওটি টুইট করেন গির অরণ্য়ের ডেপুটি কনজারভেটর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral