New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-71.jpg)
কমেন্ট সেকশনে মানুষজন তাদের হাস্যকর প্রতিক্রিয়া ভাগ করেছেন।
রাস্তা-ঘাটে হামেশাই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি কমবেশি হলেও চোখে পড়ে। তবে এই ঝগড়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা একমাত্র বিবাহিত পুরুষ-মহিলারই জানেন। তেমনই একটি ভিডিও (Husband Wife Fight Video) ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ভিডিও দেখে মানুষজনের মজার মজার প্রতিক্রিয়া আপনার মুড কিছুটা হলেও ভাল করবে। এই ভিডিওটি দেখার পরে, আপনিও হাসতে বাধ্য হবেন।
ভাইরাল এই ভিডিওটি টুইটারে হাসনা জারুরি হ্যায় পেজ থেকে শেয়ার করা হয়েছে। ১৫-সেকেন্ডের ক্লিপে, একটি মধ্যবয়সী দম্পতিকে রাস্তার মাঝেই একে অপরের সঙ্গে ঝগড়া মত্ত। রাস্তার মাঝেই বাসন দিয়ে স্বামীকে মারছিলেন মহিলা। কোনওভাবে স্ত্রী’র হাত থেকে বাসন কেড়ে নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা স্বামীর। অবশেষে বাসন ছিনিয়ে নিতে সক্ষম হয় ওই ব্যক্তি। এরপর পাল্টা বাসন দিয়েই স্ত্রীকে উত্তম-মধ্যম। মহিলাও তার স্বমীর হাত থেকে বাসনপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং এর মধ্যেই তার স্বামীকে সটান চড় মেরে বএই ওই মহিলা।ঠাট্টা নয়।আপনি নিজেই দেখুন ভিডিওতে।
আরও পড়ুন: < শেয়ার করুন সেরা প্রোপোজ আইডিয়া, জিতে নিন বছরভর ফ্রিতে জিভে জল আনা দুর্দান্ত খাবার >
Couple goals... pic.twitter.com/kKhtFyZyGX
— Hasna Zaroori Hai (@HasnaZarooriHai) February 6, 2023
অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি ৪ লাখের বেশি দেখা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা ভিডিওটি দেখে হতবাক। কমেন্ট সেকশনে মানুষজন তাদের হাস্যকর প্রতিক্রিয়া ভাগ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "আচ্ছা আমি অবিবাহিত।" আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "১৪ ফেব্রুয়ারির পর।"