শেয়ার করুন সেরা প্রোপোজ আইডিয়া, জিতে নিন বছরভর ফ্রিতে জিভে জল আনা দুর্দান্ত খাবার

এই অফারটি পেতে, করতে হবে এই ছোট্ট কাজটি...

এই অফারটি পেতে, করতে হবে এই ছোট্ট কাজটি...

author-image
IE Bangla Web Desk
New Update
Viral food news,Valentine Day,valentines day offer,Valentine Day 2023,marriage proposal ideas"

‘ভ্যালেন্টাইনস ডে’ স্পেশ্যাল চোখধাঁধানো অফার, চমকে উঠলেন সকলেই। ভালবাসার দিনে নিজের পছন্দের মানুষকে প্রেম নিবেদন করে সারাবছরের জন্য জিতে নিন, একেবারে বিনামূল্যে জিভে জল আনা খাবার। এই অফার কোনভাবেই মিস করতে চাইছেন না প্রেমিক-প্রেমিকার দল। Valentines Week ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisment

প্রেমের সপ্তাহ জুড়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। সকলেই ‘ভ্যালেন্টাইনস ডে’র বিশেষ প্ল্যানিং করতে ব্যস্ত। অনেকেই আছেন যারা এই বিশেষ দিনে কীভাবে নিজের মনের মানুষকে প্রপোজ করবেন তা নিয়ে ইতিমধ্যেই প্ল্যানিং সেরে নিয়েছেন। আবার কেউ কেউ এখনও আছেন যারা সেই ভালবাসার দিনের পরিকল্পনায় দিন-রাত এক করছেন। তবে প্রেমিক-প্রেমিকার জন্য ভালবাসার দিনে এমন কিছু রেস্তোরাঁ আছে যেগুলি ‘প্রপোজ’ উপলক্ষে দিচ্ছে অভিনব অফার। চলুন জেনে নেওয়া যাক কী সেই অফার।

ক্র্যাকার ব্যারেল রেস্তোরাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভালোবাসার দিনে নিয়ে আসছে "আই সেড 'ইয়েস' প্রতিযোগিতা৷ ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই সময়ের মধ্যে যেই প্রেমিক-প্রেমিকারা তাদের পছন্দের মানুষটির সঙ্গে রেস্তোরাঁয় ডিনার করতে যাবেন তাদের জন্য উপহার হিসাবে সারা বছর বিনামূল্যে সব জিভে জল আনা খাবার।

আরও পড়ুন: < দাম দেখেই চোখ ছানাবড়া, হাপুস নয়নে কেঁদে চলেছেন সুরাপ্রেমীদের দল, কিন্তু কেন? >

Advertisment

এই অফারটি পেতে, করতে হবে এই ছোট্ট কাজ। ইনস্টাগ্রামে প্রিয়জনকে প্রপোজের ভিডিও আপলোড করতে হবে এবং #ISaidYesAtCrackerBarrel এবং #Contest হ্যাশট্যাগ সহ রেস্তোরাঁটিকে ট্যাগ করতে হবে। এছাড়াও যারা প্রপোজ করতে রাজি নন, স্রেফ ডেটিং করছেন তাদের জন্য রেস্তোরাঁর তরফে রাখা হয়েছে একটি বিশেষ অফার। ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি, ক্র্যাকার ব্যারেলে খাওয়া দম্পতিদের জন্য থাকছে বিনামূল্যে সেরা মিষ্টির নজরকাড়া সম্ভার।

viral Trending News