/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Wedding-Bed.jpg)
ফুলশয্যার রাতে যা হল তারপর...
বিয়ে নিয়ে অনেক মজার মজার ভিডিও আপলোড হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক ভিডিও নেটাগরিকদের নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ফুলশয্যার রাতকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোন খামতি রাখেননি বর। ঘর, বিছানা সুন্দর করে সাজিয়েছেন ফুল দিয়ে। আশা ছিল নতুন বউ ঘরে ঢুকে একবার প্রশংসা করবেন তাঁর এই পরিশ্রমের। প্রশংসার বদলে যা পেলেন তাতে চোখ কপালে বর বাবা-জীবনের।
ঘরে ঢুকে নতুন বউ দেখেন খাট জুড়েই ফুল দিয়ে সাজানো। দেখেই বরকে প্রশ্ন করেন, ‘তাহলে শোবো কোথায়’? নতুন বউয়ের এহেন প্রশ্নে থতমত খেয়ে যান যুবকটি। কী বলবেন ভেবে না পেয়ে খাটের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি।
আরও পড়ুন উপহার ‘নাপসন্দ’! ছুঁড়ে মারলেন কনে, তুমুল ভাইরাল ভিডিও
দিল্লির এক দম্পতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এই ভিডিওটি, যা ইতিমধ্যে কয়েক হাজার ভিউ হয়েছে। অনেকেই কমেন্ট করে বলেছেন ‘বরের সকল পরিশ্রমই বৃথা’। কেউ আবার কমেন্টে লিখেছেন ‘বরের পরিশ্রমটা কি একবারও ভেবে দেখলেন না নতুন বউ’!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন