যানজটে অ্য়াম্বুল্য়ান্সকে জায়গা দিতে ২ কিমি দৌড়ে তাক লাগালেন ট্রাফিক পুলিশ

ট্রাফিক জ্য়াম সামলে অ্য়াম্বুল্য়ান্সের যাওয়ার জন্য় জায়গা করে দিতে দৌড়তে দৌড়তে ২ কিমি রাস্তা পার করে চর্চায় হায়দরাবাদের ট্রাফিক পুলিশ কর্মী।

ট্রাফিক জ্য়াম সামলে অ্য়াম্বুল্য়ান্সের যাওয়ার জন্য় জায়গা করে দিতে দৌড়তে দৌড়তে ২ কিমি রাস্তা পার করে চর্চায় হায়দরাবাদের ট্রাফিক পুলিশ কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Hyderabad police constable runs 2km ambulance viral video

জনৈক পুলিশকর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

রাস্তায় তীব্র যানজট। ট্রাফিক জ্য়ামে অ্য়াম্বুল্য়ান্সের সাইরেন। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে হবে। অগত্য়া, তিনি দৌড় লাগালেন। ট্রাফিক জ্য়াম সামলে অ্য়াম্বুল্য়ান্সের যাওয়ার জন্য় জায়গা করে দিতে দৌড়তে দৌড়তে ২ কিমি রাস্তা পার করে চর্চায় হায়দরাবাদের ট্রাফিক পুলিশ কর্মী। এই ভিডিও সামনে আসতেই জনৈক পুলিশকর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

Advertisment

জানা গিয়েছে, ওই ট্রাফিক কনস্টেবলের নাম জি বাবজি। ভিডিওটি শেয়ার করে আইপিএস অফিসার অনিল কুমার লিখেছেন, ‘‘অ্য়াম্বুল্য়ান্সকে জায়গা করে দিচ্ছেন ট্রাফিক কনস্টেবল। সাবাশ। হায়দরাবাদ ট্রাফিক পুলিশ নাগরিকদের সেবায়’’।

দেখুন সেই ভিডিও:

Advertisment

আরও দেখুন: আলাদিনের আশ্চর্য প্রদীপ ঘষলেই বেরবে ‘জিন’! ফাঁদে পড়ে চিকিৎসকের যা হল…

দেখুন, নেটিজেনরা কে কী বললেন...

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral