New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/16/Vqx8bGd4KHdUY4ILvOmG.jpg)
ভারতে প্রথমবার! চলন্ত ট্রেনের কামরায় এটিএম, রেলের যুগান্তকারী উদ্যোগ ‘এটিএম অন হুইলস’!
ATM installed onboard train: ভারতে রেল যাত্রীদের আরও ভাল ভ্রমণের অভিজ্ঞতা দিতে এবার আরও একাধিক আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমবারের মত যাত্রী স্বার্থে ট্রেনের ভিতর বসানো হল এটিএম মেশিন।
ভারতে প্রথমবার! চলন্ত ট্রেনের কামরায় এটিএম, রেলের যুগান্তকারী উদ্যোগ ‘এটিএম অন হুইলস’!
ATM installed onboard train: ভারতে প্রথমবার! ট্রেনে কামরায় বসানো হল এটিএম, রেলের যুগান্তকারী উদ্যোগ ‘এটিএম অন হুইলস’! মুম্বই-মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে প্রথম বারের জন্য বসানোহল ATM, রেলমন্ত্রী ভিডিও সামনে আসতেই চমকে গেল নেটদুনিয়া।
ভারতে রেল যাত্রীদের আরও ভাল ভ্রমণের অভিজ্ঞতা দিতে এবার আরও একাধিক আধুনিক পদক্ষেপ গ্রহণ করেছে । প্রথমবারের মত যাত্রী স্বার্থে ট্রেনের ভিতর বসানো হল এটিএম মেশিন। এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এটিএম অন হুইলস’। মহারাষ্ট্রের মুম্বই-মনমাদ পঞ্চবতী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২১১০) সফলভাবে চালু হয়েছে এই পরীক্ষামূলক প্রকল্প।
রেলমন্ত্রী জানিয়েছেন, এই ‘এটিএম অন হুইলস’ উদ্যোগের সাফল্যের পর অন্যান্য ট্রেনেও এমন সুবিধা চালু করার কথা ভাবা হচ্ছে। রেলকে ডিজিটাল ও স্মার্ট করতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অভিনব উদ্যোগের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বতন টুইটার)-এ শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের মিনি প্যান্ট্রি এরিয়ায় কীভাবে এটিএমটি বসানো হয়েছে এবং তা কীভাবে সাধারণ রেল যাত্রীরা ব্যবহার করছেন।
এই উদ্যোগের মাধ্যমে ভারতের ইতিহাসে প্রথমবার ট্রেনে এটিএম স্থাপন করা হল। যদিও দেশের প্রায় প্রতিটি বড় এবং ছোট রেলস্টেশনেই ইতিমধ্যে বিভিন্ন ব্যাঙ্কের এটিএম পরিষেবা চালু আছে, চলন্ত ট্রেনে এটিএমের সুবিধা এই প্রথম। রেলের এই পদক্ষেপ যাত্রী পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে।
In a first, ATM facility in train. pic.twitter.com/onTHy8lxkd
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 16, 2025
রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, ট্রেন ভাড়ার বাইরেও আয়ের নতুন এবং উদ্ভাবনী পথ খুঁজতে ২০২৫ সালের ২৫ মার্চ এক বৈঠকে প্রথম প্রস্তাব আসে চলন্ত ট্রেনে মোবাইল এটিএম বসানোর। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর ১০ এপ্রিল থেকে পঞ্চবতী এক্সপ্রেসে শুরু হয় এর পরীক্ষামূলক বাস্তবায়ন।
যাত্রীরা যেন চলন্ত ট্রেনেও টাকা তোলার সুবিধা পান।
রেলওয়ের অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা।
ট্রেন পরিষেবাকে আরও আধুনিক ও স্মার্ট করে তোলা।