স্কুলে সময়মত পৌঁছাতেই হবে। তার ওপর গ্রামে যানবাহনের অভাব। অগত্যা স্কুল যেতে ছাত্র ছাত্রীদের ভরসা ‘শর্টকার্ট’ রাস্তা। দড়ি বেয়ে নদী পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই রোজ গ্রাম থেকে স্কুলে পৌঁছায় ছাত্র-ছাত্রীরা। এই ভিডিও সম্প্রতি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন। ঘটনাটি মধ্যপ্রদেশের গুনা জেলার।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে, দেখা যাচ্ছে গুনার গোচপুরা গ্রামের পড়ুয়ারা স্কুল যেতে “শর্ট কাট” পথকেই বেছে নিয়েছেন। স্কুলে পৌঁছানোর জন্য এক ছাত্রীকে দেখা গিয়েছে দড়ি বেয়ে ঝুলে নদী পেরিয়ে যেতে। সংবাদ সংস্থা এএনআইয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে নদীটি ৬ ফুট গভীর এবং ২০ ফুট চওড়া।
আরও পড়ুন: [বর্ষার জমা জলে ওঁত পেতে রয়েছে বিপদ, কুমিরের উপদ্রপে প্রাণ ওষ্ঠাগত স্থানীয় বাসিন্দাদের]
ভিডিওতে দেখা যায়, এক দড়ি ধরে ব্যালেন্সে নদী পেরিয়ে স্কুল যাচ্ছে এক ছাত্রী। তার মত গ্রামের বাকি সকলেই এভাবেই স্কুল যেতে ঝুঁকিপূর্ণ পথকেই বেছে নিয়েছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে তথ্য পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশাসনের তরফে গ্রামবাসীদের এমন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বারণ করার পাশাপাশি দড়িটিকেও কেটে ফেলা হয়েছে। সেই সঙ্গে সড়কপথের ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।