Advertisment

অস্কারজয়ী ছবিতে মাহিন্দ্রার গাড়ি! গর্বে বুক ফুলে উঠল ভারতবাসীর

কোরিয়ার সদ্য অস্কারজয়ী ছবি মিনারি। লি আইজ্যাক চুং-য়ের পরিচালনায় সিনেমায় রয়েছেন স্টিভেন ইউন, ইউন ইউ জং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্কারজয়ী সিনেমা। সেখানেই কিনা এবার ভারতীয় গাড়ি। গর্বে বুক ফুলে উঠছে ভারতীয়দের। অস্কার জিতে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে মিনারি। আর সেই ছবিতেই এবার ধরা পড়ল ভারতীয় অটোমোবাইল ব্র্যান্ড মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা।

Advertisment

শুরুতে অনেক সিনে-প্রেমীরই চোখ এড়িয়ে গিয়েছিল। তবে বিদেশ দফতরের পূর্ব-ইউরোপ বিভাগের যুগ্ম সচিব সন্দীপ চক্রবর্তী টুইটারে মিনারি-র একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন। সেই ছবিতেই দেখা যাচ্ছে মাহিন্দ্রা ট্র্যাক্টরকে। সন্দীপ চক্রবর্তী সেই ছবির ক্যাপশনে লেখেন, "বিশ্ব পর্যায়ে ভারতীয় ব্র্যান্ডের উপস্থিতি দেখে হৃদয় গলে যাচ্ছে। মাহিন্দ্রা- ট্রাক্টরের এই ছবি সম্প্রতি ধরা পড়েছে কোন অস্কারজয়ী ছবিতে?"

আরো পড়ুন: শুরু হচ্ছে ইউরো কাপ! কখন, কোথায়, কীভাবে দেখবেন রোনাল্ডো-বেলদের মহারণ! জানুন একনজরে

তিনি নেটিজেনদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়ার পরেই অনেকেই জানিয়ে দেন ছবির নাম। কোরিয়ার সদ্য অস্কারজয়ী ছবি মিনারি। লি আইজ্যাক চুং-য়ের পরিচালনায় সিনেমায় রয়েছেন স্টিভেন ইউন, ইউন ইউ জং। সেরা ছবি সহ মোট ছয়টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল এই ছবি। প্রথম কোরিয়ান অভিনেতা হিসেবে অস্কার জেতেন ইউ জুং ইউন।

টেলিভিশনের প্রোডিউসার, পরিচালক সিদ্ধার্থ বসুও সেই ছবি পোস্ট করে মাহিন্দ্রার কর্ণধার আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করেন। তিনি ক্যাপশনে লেখেন, "বিশ্বের সর্বাধিক বিক্রিত ট্র্যাক্টর ব্র্যান্ড মাহিন্দ্রা। তবে মিনারীর এই দৃশ্যে মাহিন্দ্রা ট্র্যাক্টরকে কি জেনে বুঝে রাখা হয়েছিল, বাকি পুরোটাই কাকতালীয় বিষয়, জানি না।"

সিদ্ধার্থ বসুর টুইটের পরেই আনন্দ মাহিন্দ্রা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বোর্ড মেম্বারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। ৮০-র দশক থেকেই মাহিন্দ্রা মার্কিন যুক্তরাষ্ট্রে ট্র্যাক্টর সরবরাহ করছে, সেটাও জানান তিনি। তবে ভারতীয় ব্র্যান্ডের অস্কারের মঞ্চে সদর্প উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সকলের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Oscar Oscars 2021
Advertisment