/indian-express-bangla/media/media_files/2024/12/13/Lra1NZE9WlB5SPdLDwyq.jpg)
মহিলা ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার নগদ ৭৫ হাজার টাকা।
Trending News: মহিলা ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার নগদ ৭৫ হাজার টাকা। হ্যাঁ এমনই এক কান্ডে চমকে গিয়েছে গোটা দেশ। ইন্দোরে এক মহিলা ভিক্ষুকের কাছে ৭৫ হাজার নগদ দেখে রীতিমত চোখ কপালে প্রশাসনের আধিকারিকদের। ভিক্ষুকের উত্তর আরও অবাক করল তাদের। আধিকারিকদের তিনি জানিয়েছেন, এই উপর্জন স্রেফ এক সপ্তাহের। যা শুনে হতবম্ভ শীর্ষ আমলারাও।
ইন্দোর শহরে ভিক্ষুকদের বাড়বাড়ন্ত রোধে অভিযান চালানো হচ্ছে প্রশাসনের তরফে। এমনই এক অভিযান চালানোর সময় এক মহিলা ভিক্ষুকের শাড়ির আঁচল থেকে উদ্ধার করা হয় ৭৫ হাজার টাকার বেশি নগদ। জানা গিয়েছে এই উপার্জন স্রেফ তার এক সপ্তাহের উপার্জন। ওই মহিলার মাসিক উপার্জন তিন লক্ষ টাকার আশেপাশে। মহিলাকে রাজ্যে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ একটি আশ্রমে পাঠানোর ব্যবস্থা করেছে।
মেয়েকে নাচে উৎসাহ দিতে প্রতিবন্ধী বাবার অবাক করা কাণ্ড, দেখুন ভিডিও
ইন্দোরের জেলাশাসক আশিস সিং-এর নির্দেশে, ইন্দোর শহরকে ভিক্ষুকদের দখলদারি থেকে মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এর আওতায় শহরের ১৪টি স্থানে অভিযান চালানো হয়। বুধবার থেকে শুরু হয়েছে এই অভিযান। জেলা শাসকের নির্দেশে সকলে উজ্জয়নের সেবাধাম আশ্রমে পাঠানো হয়েছে। সেখানে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা চলছে।