ইনজেকশন সে নিতে চায় না। ভয়ে থরহরিকম্প সে। আর্জি, চিৎকার করে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করে রীতিমতো হুলস্থূল অবস্থা। সেই দৃশ্যই ভিডিও ক্যামেরা বন্দি করেছেন পরিবারের এক সদস্য। গত বৃহস্পতিবার ফেসবুকে ভিডিওটি শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল হওয়া শুরু করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শীতের সকালে শিশুটিকে ইনজেকশন দিতে এসেছেন। আর সে ভয়ে অস্থির। ইনজেকশন সে দিতে দেবে না। তার জন্য , হাত পা ছড়িয়ে কাঁদতে লেগেছে। মা, কোনো ভাবেই তাকে সামাল দিতে পারল না। অগত্যা, এগিয়ে এলেন বাবা। বাবা গো বাবা গো বলে, বাবার কাছেও আর্জি জানাল। শিশুটি যে শুধু কান্নাকাটি করেছে এমনটা নয়, অদ্ভুত কাণ্ড কারখানা করছে, যা দেখে হেসে খুন নেট পাড়া। ইনজেকশন নেওয়ার পর, সব কান্না থেমে যায়।
আরও পড়ুন:ইঞ্জেকশন নেওয়ার ভয়ে যা করল শিশুটি, ভাইরাল সোশাল মিডিয়ায়
দেখুন ভাইরাল ভিডিও…