দলকে জিতিয়ে মাঠেই বিহু নাচ, রিয়ানের নাচে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, রইল ভিডিও

মনে রাখার মত জয় সেলিব্রেট করার জন্য আসামের ক্রিকেটার রিয়ান মাঠেই বিহু নাচতে থাকেন। নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়।

মনে রাখার মত জয় সেলিব্রেট করার জন্য আসামের ক্রিকেটার রিয়ান মাঠেই বিহু নাচতে থাকেন। নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দলকে জয়ে পৌঁছে দেওয়ার পরেই বিহু নেচে সেলিব্রেট করলেন রাজস্থান রয়্যালসের আসামিজ তারকা রিয়ান পরাগ। দুবাইয়ে রবিবার মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের। সেখানেই স্টিভ স্মিথের দল শেষ হাসি হাসে ডেভিড ওয়ার্নারদের বধ করে।

Advertisment

স্কোরবোর্ডে লক্ষ্যমাত্রা মাত্র ১৫৮ থাকলেও একসময় সমস্যায় পড়েছিল রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত রাহুল তেওটিয়া এবং রিয়ান পরাগের ৮৫ রানের পার্টনারশিপ রাজস্থানকে জয় অবধি টেনে নিয়ে যায়। রোববারের জয়ে টানা চার ম্যাচ পর জয়ে ফিরল স্টিভ স্মিথ এন্ড কোং।

আরো পড়ুন: ছিঃ, ধর্ষণের হুমকি জিভা ধোনিকে! আইপিএলের মাঝেই নক্কারজনক কাণ্ড

Advertisment
View this post on Instagram

When you're happy and you know it ☺️????????????#Dream11IPL #SRHvRR

A post shared by IPL (@iplt20) on

এমনই মনে রাখার মত জয় সেলিব্রেট করার জন্য আসামের ক্রিকেটার  রিয়ান মাঠেই বিহু নাচতে থাকেন। নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। এমনকি আইপিএলের সরকারি ওয়েবসাইট থেকেও রিয়ান পরাগের সেই বিহু নাচের ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, "যখন কেউ উপলব্ধি করে যে সে খুশি।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals