Advertisment

Fact Check: চট্টগ্রামে জেলে বসে পুজো করছেন চিন্ময় কৃষ্ণ দাস? ভাইরাল ছবির সত্যিটা জানুন

Chinmoy Krishna Das Fact Check: চিন্ময়কৃষ্ণের পোস্ট অনুসারে ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের শক্তিপীঠ সীতাকুণ্ডের ভবানী মন্দিরে তোলা, চট্টগ্রাম কারাগারে নয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Chinmoy Krishna Das Fact Check: ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের শক্তিপীঠ সীতাকুণ্ডের ভবানী মন্দিরে তোলা, চট্টগ্রাম কারাগারে নয়

Chinmoy Krishna Das Fact Check: ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের শক্তিপীঠ সীতাকুণ্ডের ভবানী মন্দিরে তোলা, চট্টগ্রাম কারাগারে নয়

Chinmoy Krishna Das Fact Check: বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে কারারুদ্ধ হিন্দু (Hindu) সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) একটি সম্পাদিত (edited) ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ছবিতে বন্দী থাকা অবস্থায় চিন্ময়কৃষ্ণকে চট্টগ্রাম কারাগারের মধ্যে পুজো করতে দেখা যাচ্ছে। 

Advertisment

বুম দেখে চিন্ময়কৃষ্ণ দাস নভেম্বর মাসে তার ফেসবুক পেজে মূল ছবিটি পোস্ট করেন যেখানে তাকে গরাদের পিছনে বসে পুজো করতে দেখা যায় না। চিন্ময়কৃষ্ণের পোস্ট অনুসারে ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের শক্তিপীঠ সীতাকুণ্ডের ভবানী মন্দিরে তোলা, চট্টগ্রাম কারাগারে নয়।

২৫ নভেম্বর, ২০২৪ তারিখে চট্টগ্রাম যাওয়ার পথে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হন প্রাক্তন ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস। অক্টোবর মাসের একটি মিছিলে দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে মামলা দায়ের করা হয় যার ফলে নভেম্বরে তিনি গ্রেফতার হন। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির তীব্র প্রতিবাদ করে তার জেল থেকে মুক্তির দাবি করেছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। 

আরও পড়ুন অশান্ত বাংলাদেশে কালী মন্দিরে ভাঙচুর? ভাইরাল ভিডিওর সত্যিটা জানুন

ভাইরাল ছবিতে চিন্ময়কৃষ্ণকে গরাদের পিছনে একটি ঘরের মধ্যে প্রদীপ হাতে আরতি করতে দেখা যায়। এই ছবিটি পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, "চিন্ময়কৃষ্ণ প্রভুর দৈনিক লক্ষবার মালা জপের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে হরিনামের বাতাস বইছে। প্রভু মন্দির বানিয়েছেন কারাগারকে।।। জয় শ্রী কৃষ্ণ।"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই- ভাইরাল ছবি সম্পাদিত 

বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা চিন্ময়কৃষ্ণ দাসের ফেসবুক পেজে অনেকগুলি ছবির সাথে ভাইরাল ছবিটি দেখতে পাই। 

আরও পড়ুন বাংলাদেশে নিহত সইফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন? গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন

১৯ নভেম্বর, ২০২৪-এ আপলোড করা পোস্টের ক্যাপশন থেকে জানা যায় ছবিগুলি চট্টগ্রামে অবস্থিত সীতাকুণ্ডের ভবানী শক্তিপীঠে চিন্ময়কৃষ্ণের পুজো দেওয়ার। তিনি ক্যাপশনে লেখেন, "মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।"

মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।

Posted by Sri Chinmoy Krishna Das on Tuesday, November 19, 2024

দেখুন এখানে। 

আমরা দেখি মূল ছবিতে দৃশ্যমান মূর্তির অংশ বাদ দিয়ে গরাদ সম্পাদনা করে যোগ করা হয়েছে ভাইরাল ছবিতে । নীচে মূল ছবি ও ভাইরাল ছবির একটি তুলনা দেখা যাবে।

ফেসবুক পেজটিতে চিন্ময়কৃষ্ণ দাস ভবানী মন্দিরে তার পুজো করার একটি ভিডিও পোস্ট করেন। দেখুন এখানে। 

আরও পড়ুন মহিলাকে যৌন হেনস্থা করছেন চিন্ময় দাস ব্রহ্মচারী? ভাইরাল ছবির সত্যিটা জানুন

চিন্ময়কৃষ্ণের পোস্ট দুটি ১৯ নভেম্বরের অর্থাৎ ছবিগুলি ২৫ নভেম্বর তার গ্রেফতার হওয়ার আগে তোলা। এছাড়াও, বুম গুগলে কিওয়ার্ড সার্চ করে চট্টগ্রাম জেলে চিন্ময়কৃষ্ণ দাসের পুজো করার বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি। 

ভবানী মন্দির, সীতাকুণ্ড, বাংলাদেশ

বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫১ শক্তিপীঠের মধ্যে একটি হল চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ভবানী মন্দির। উল্লেখ করা হয়, প্রাচীন কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু শিবের প্রলয় নৃত্য বন্ধ করার জন্য তার সুর্দশন চক্র দিয়ে সতীর দেহ খন্ড খন্ড করে ফেললে সতীর ডান হাত পড়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপর। 

চন্দ্রনাথ পাহাড়ের সয়ম্ভূনাথ মন্দিরের নীচে অবস্থিত এই পীঠস্থানটিই ভবানী মন্দির এবং তার অধিষ্ঠাত্রি দেবী কালী মাতা বলেও সেখানে জানানো হয়।

[এই ছবিটির সত্যতা যাচাই করেছে bangla.boomlive.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ]

Bangladesh Unrest Bangladesh Crisis Fact Finding ISKCON viral news Bangladesh Government Chinmoy Krishna Das arrest Bangladesh Violence Bangladesh
Advertisment