জীবন অনেক পাল্টে গিয়েছে তাঁর। তিনি এখন বিখ্যাত। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। সেই ভুবন বাদ্যকর। এ বার থেকে আর বাদাম বিক্রি করতে চান না, কারণ শুনলে চমকে যাবেন আপনিও।
Advertisment
সত্যি, আর বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর। তাঁর দাবি, তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন আর এখন যখন বাদাম বিক্রি করতে যান, তাঁর চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাদাম বিক্রি করা সম্ভব হয় না, সেই কারণে এ বার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এদিন বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীদিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁদের পক্ষ থেকে।
গোধুলিবেলা মিউজিকের পক্ষ থেকে গোপাল ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই কাঁচা বাদাম গানের রিমিক্স ভার্সন ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে।
তিন লক্ষ টাকা হাতে পেয়ে কেমন লাগছে কী জানালেন ভুবন বাদ্যকর? তাঁর কথায়, "আমি সৌভাগ্য বোধ করছি। আমি কখনও ভাবিনি যে আমি এখানে পৌঁছতে পারব। ঈশ্বরের কৃপা। এটা স্বপ্নেও ভাবিনি। আমি শুধু গানটি বানিয়েছি, কখনো ভাবিনি যে এটি এত হাইলাইট হবে",। এর আগে ভুবন বাদ্যকরকে রাজ্য পুলিশের তরফ থেকেও সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে দুঁদে পুলিশ আধিকারিকদের গান শুনিয়ে মন জয় করেন তিনি।