Advertisment

বন্যার প্রতিকূল পরিস্থিতির হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে উঠে পড়ল কুমির

শুধু মানুষ নয়, অসহায় অবস্থার মাঝে পরেছে বন্যপশু। জলের তোরে বসতি এলাকায় ঢুকে পড়েছে কুমির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিন দিন ভয়ঙ্কর আকার নিচ্ছে কর্নাটকের বন্যা। বন্যার কবলে পড়ে একের পর এক মৃত্যু ঘটছে কর্নাটক বাসিন্দাদের। বর্তমানে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮০। ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়েতে আগামী দিনে আরও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করেছে হাওয়া অফিস। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Advertisment

শুধু মানুষ নয়, বন্যার জেরে দিন দিন ঘোরালো হচ্ছে পরিস্থিতি। তবে শুধু মানুষ নয়, অসহায় অবস্থার মাঝে পরেছে বন্যপশু। জলের তোরে বসতি এলাকায় ঢুকে পড়েছে কুমির। এমনই এক ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। বন্যা কবলিত রায়বাগ তালুকের একটি বাড়ির ছাদে উঠে পড়েছে কুমির। দেখুন সেই ভিডিও...

আরও পড়ুন: সর্বনাশ! দুটি সেদ্ধ ডিমের দাম সোনার থেকে বেশি?

বানভাসি কর্নাটক থেকেই বনকর্মীরা কুমিরকে উদ্ধার করে।

Read the full story in English

viral
Advertisment