/indian-express-bangla/media/media_files/LNrrOD8quwMa8zdqVvEU.jpg)
Kolkata police: রাত তখন প্রায় এগারোটা! বাইকে চড়ে জোড়াসাঁকো থানা এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন মিত্র লেনের এক বাসিন্দা, সঙ্গে ছিলেন আরও এক আরোহী। বিশ্ববিদ্যালয়ের ঠিক পিছন গেটের কাছে আচমকাই মোটরবাইকের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জেরে সজোরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন দুই বাইক আরোহী। মাথায় গুরুতর আঘাত পান বাইকের চালক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তায়। সেখানেই ডিউটি করছিলেন জোড়াসাঁকো থানার সিভিক ভলান্টিয়ার আলি নওয়াজ।
[ সেমিনার হলের ভাইরাল ছবিতে লাল জামা পরে উনি কে? চুড়ান্ত রহস্য ]
তিনি অ্যাম্বুল্যান্স আসা পর্যন্ত অপেক্ষা না করে চালককে নিজের কাঁধে তুলে নিয়ে ৫০০ মিটার দূরে কলকাতা মেডিকেল কলেজের দিকে দৌড়তে শুরু করেন। দ্রুত চিকিৎসা শুরু হয় চালকের। আলির উপস্থিত বুদ্ধির জেরে এযাত্রায় হয়তো প্রাণে বাঁচবেন বাইক চালক। কলকাতা পুলিশের তরফে আলির এমন মহানুভবতাকে কুর্নিশ জানানো হয়েছে।