IMA On RG Kar Viral Video: আরজি কর কাণ্ডে পরতে পরতে রহস্য। লালবাজারের দাবিকে খারিজ করল IMA রাজ্য শাখা। গতকাল বিকেলে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এক প্রেস কনফারেন্সে জানান, আরজি করে সেমিনার হলে ঘটনার দিন ভাইরাল হওয়া ছবিতে যে ব্যক্তিকে লাল জামা পরা অবস্থায় দেখা গিয়েছে, তিনি কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট। পুলিশের সেই দাবিকে এবার উড়িয়ে দিল IMA রাজ্য শাখা।
Sayan Lahiri: হাইকোর্টের নির্দেশে মুক্ত সায়ন, জেল থেকে বেরিয়েই ধন্যবাদ শুভেন্দুকে
উল্লেখ্য গতকাল প্রেস কনফারেন্সে কলকাতা পুলিশের দাবি করে, ভাইরাল হওয়া ছবিতে লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ। IMA রাজ্য শাখা সেই দাবিকে কার্যত নস্যাৎ করে বলেছে তিনি এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে। লাল বাজারের দাবিকে কার্যত উড়িয়ে দিল আইএম এর রাজ্য শাখা।
Adhir Chowdhury: নির্যাতিতার পরিবার 'গৃহবন্দি', আরজি করে ঢুকতে বাধা পেয়ে পুলিশকে তুলোধনা অধীরের
সেমিনার হলে ভাইরাল ছবিতে লাল জামা পরে উনি কে?
সেমিনার হলের ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে চর্চা। ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে দানা বাঁধছে রহস্য। কবে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হলে অভীক দে? প্রশ্ন তুলল IMA বেঙ্গল শাখা। তাহলে ঘটনাস্থলে থাকা লাল জামা পরা ব্যক্তি কে? কী করছিলেন বহিরাগতরা?এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে রহস্য। জানা গিয়েছে তিনি বর্ধমান মেডিকালে RMO হিসাবে কর্মরত ছিল।
Please let us know when the great Dr Avik De became Finger Print Expert? (As stated by Kolkata Police). As we all know,...
Posted by Indian Medical Association Bengal State Branch on Friday, August 30, 2024
যদিও আজ সকালে লালবাজারের তরফে দাবি করা হয় ভাইরাল হওয়া ছবিতে ওই লাল জামা পরা ব্যক্তির নাম নাম আনিসুর রহমান। তিনি গোয়েন্দা পুলিশের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট। পাশাপাশি IMA রাজ্য শাখা দাবি করেছে ভাইরাল ছবিতে বেগুনি রঙের জামা পরে আরেকজনকে দেখা যাচ্ছে তিনি বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস । কোন ক্ষমতাবলে বহিরাগতরা সেদিন ওই 'ক্রাইম সিনে' পৌঁছে গেলেন সেই প্রশ্নও তোলা হয়েছে IMA-র তরফে।
Success Story: ধনুক ভাঙা পণে দুর্ধর্ষ সাফল্য বঙ্গতনয়ার! বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করলেন সায়নী