বাড়িতে চিতাবাঘ ঢুকে নিয়ে গেল বাড়ির পোষ্যকে, দেখুন সিসিটিভি ফুটেজ

কর্ণাটকের শিভামোঙ্গা জেলার তীর্থহাল্লি এলাকার ঘটনা। চিতাবাঘ বাড়িতে ঢুকে শিকার করে নিয়ে যায় বাড়ির পোষা কুকুরকে।

কর্ণাটকের শিভামোঙ্গা জেলার তীর্থহাল্লি এলাকার ঘটনা। চিতাবাঘ বাড়িতে ঢুকে শিকার করে নিয়ে যায় বাড়ির পোষা কুকুরকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাতের অন্ধকারে পাঁচিল টপকে ঢুকে পড়ে চিতাবাঘ। গুটি গুটি পায়ে এগিয়ে চলে বাড়ির দিকে। এদিক ওদিক তাকিয়ে নিঃশব্দে প্রবেশ করে বাড়ির ভিতর। সেসময় গেটের সামনে বসে পাহাড়া দিচ্ছিল বাড়ির পোষা কুকুর। সেখান থেকে সবার আড়ালে ঝাপিয়ে পড়ে কুকুরের গায়ে, শিকার করে ধরে নিয়ে যায় তাকে। এই সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisment

এএনআই সংবাদ সংস্থা টুইটারে শেয়ার করেছে ভিডিওটি। তারা জানিয়েছে, কর্ণাটকের শিভামোঙ্গা জেলার তীর্থহাল্লি এলাকার ঘটনা। চিতাবাঘ বাড়িতে ঢুকে শিকার করে নিয়ে যায় বাড়ির পোষা কুকুরকে।

আরও পড়ুন: যৌন সঙ্গমের পর ধকল সইতে না পেরে হার্ট-অ্যাটাক, তারপর…

Advertisment

চিতাবাঘের এই কুকুর শিকারের ঘটনাটি বাড়িতে লাগানো দু’টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। দুটি ক্যামেরায় বন্দি দৃশ্য শেয়ার করেছে সংবাদ সংস্থা। জানা যাচ্ছে, ঘটনাটি ১৪ সেপ্টেম্বরের।

আরও পড়ুন: অপরেশনের সময় গান ধরেছে খুদে, ভাইরাল সেই ভিডিও

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরালের তকমা পেয়েছে।

viral