উবের চালকের কণ্ঠে নয়ের দশকের গান, মুগ্ধ সোশাল মিডিয়া

ইতিমধ্যে ছয় হাজার ভিউ হয়েছে ভিডিওটি। ভিডিওটি রি-টুইট করেছে উবের ইন্ডিয়া। তারা জানিয়েছে, মিউজিকাল রাইডের জন্য অনেক ইতিবাচক প্রশংসা পেয়েছেন ইনি।

ইতিমধ্যে ছয় হাজার ভিউ হয়েছে ভিডিওটি। ভিডিওটি রি-টুইট করেছে উবের ইন্ডিয়া। তারা জানিয়েছে, মিউজিকাল রাইডের জন্য অনেক ইতিবাচক প্রশংসা পেয়েছেন ইনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নয়ের দশকে আশিকি ছবির "নাজর কে সামনে" গান গেয়ে নেট নাগরিকদের মন কেড়েছে এক উবের চালক। গানের ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াংশু নামের একজন টুইটার ইউজার। চালকের পাশে বসে গাড়ির মধ্যেই রেকর্ড করেছেন ভিডিওটি।

Advertisment

ভিডিওটি শেয়ার করার পাশাপাশি প্রিয়াংশু জানিয়েছেন, লখনউ এর উবের চালক, নাম বিনোদ। রাইড শেষ হওয়ার পর গান গেয়ে শোনায় তাঁকে।

Advertisment

আরও পড়ুন: বাড়িতে চিতাবাঘ ঢুকে নিয়ে গেল বাড়ির পোষ্যকে, দেখুন সিসিটিভি ফুটেজ

ইতিমধ্যে ছয় হাজার ভিউ হয়েছে ভিডিওটি। ভিডিওটি রি-টুইট করেছে উবের ইন্ডিয়া। তারা জানিয়েছে, মিউজিকাল রাইডের জন্য অনেক ইতিবাচক প্রশংসা পেয়েছেন ইনি। আমরা বিনোদের জন্য গর্ববোধ করি।

viral