Advertisment

Mahakumbh 2025: ভাইরাল সাধু-সন্তদের ভিড়ে আরও রঙিন সঙ্গম নগরী! IITian বাবার পর এবার সামনে এল এয়ারফোর্স বাবার কাহিনী

Mahakumbh 2025: প্রাক্তন বিমান বাহিনীর অফিসার থেকে সাধু বাবা হয়ে ওঠার এই কাহিনী সকলকে চমকে দিয়েছে । তিনি বলেন 'সাধারণ জীবন থেকে সন্ন্যাসীর জীবন কারোর ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে না। নিয়তির পরিণতি আর ভগবানের আশীর্বাদ থাকলেই জীবনে এই ধরণের বদল আসে'।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Viral Sadhus

সামনে এল এয়ার ফোর্স বাবার কাহিনী Photograph: (ফাইল চিত্র)

Mahakumbh 2025: কোটি কোটি পূন্যার্থী মহাকুম্ভে জড়ো হচ্ছেন। তবে একাধিক 'বাবা'র ভিড়ে সঙ্গম নগরী রঙ্গিন হয়ে উঠেছে। যারা রীতিমত সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন। তার মধ্যে উল্লেখ্য 'চাই  ওয়ালে বাবা', যিনি যিনি ৪০ বছর মৌন ব্রত পালন করেও UPSC প্রার্থীদের আইএএস হতে সাহায্য করে চলেছেন। সেই সঙ্গে সামনে এসেছে IITian বাবার গল্প। যা কোটি কোটি মানুষকে চমকে দিয়েছে। আইআইটি মুম্বই থেকে ইঞ্জিনিয়ারিং, ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়েও অনায়াসেও ছেড়ে দেন সবকিছুই! শেষে  সন্ন্যাসী হয়ে মহাকুম্ভে, IITian বাবার গল্প অবাক করতে বাধ্য। এবার সামনে এল এয়ার ফোর্স বাবার কাহিনী। 

Advertisment

প্রাক্তন বিমান বাহিনীর অফিসার থেকে সাধু বাবা হয়ে ওঠার এই কাহিনী সকলকে চমকে দিয়েছে । তিনি বলেন 'সাধারণ জীবন থেকে সন্ন্যাসীর জীবন কারোর ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে না। নিয়তির পরিণতি আর ভগবানের আশীর্বাদ থাকলেই জীবনে এই ধরণের বদল আসে'। 

যুবসমাজ সম্পর্কে তিনি বলেন, 'যুবসমাজকে মনে রাখতে হবে যে তাদের যে কর্তব্য তা সঠিকভাবে পালন করা উচিত। যা করতে চাও, সেটা মন দিয়ে কর। জীবনে সিরিয়াস হওয়ার বদলে আপনি যদি সমস্ত কাজ মন দিয়ে এবং আনন্দের সঙ্গে করেন তাহলে আপনি সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। তিনি মানুষকে প্রতিদিন ১০ মিনিট ঈশ্বর সেবার পরামর্শও দেন। 

Advertisment

সন্ন্যাস গ্রহণের বিষয়ে তিনি বলেন, নিয়তি নির্ধারণ করে তুমি কী হবে। কোনও বাবা-মা বা পরিবার চান না যে তাদের সন্তান সন্ন্যাসী হবে, সবাই সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার গড়ার স্বপ্ন দেখে'। কিন্তু একজন মানুষ ঈশ্বরের ইচ্ছায় সন্ন্যাসী হয়।

Mahakumbh 2025
Advertisment