New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/17/3R3msZgRK2HyU0EuVW7P.jpg)
ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর টান! কোটি কোটি টাকায় বিক্রি কুম্ভমেলা নিয়ে লেখা স্টিভ জোবসের চিঠি Photograph: (ফাইল চিত্র)
ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর টান! কোটি কোটি টাকায় বিক্রি কুম্ভমেলা নিয়ে লেখা স্টিভ জোবসের চিঠি Photograph: (ফাইল চিত্র)
Steve Jobs' Letter On Kumbh Mela : ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার! শুধু দেশ নয়, এশিয়া থেকে ইউরোপ বিশ্বের একাধিক দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এসে জড়ো হচ্ছেন। ছয় দিনে সাত কোটি ভক্তের রেকর্ড ভিড়! ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা মহাকুম্ভে ৪৫ কোটি মানুষ পবিত্র স্নান করবেন বলেই আশা উত্তরপ্রদেশ প্রশাসনের। পর্যটন খাতে জোয়ার আনতে চলেছে এই মহাকুম্ভ মেলা।
মহা কুম্ভমেলায় ইতিমধ্যে হাজির হয়েছে বিশ্বের অনেক দেশের মানুষ। তার মধ্যে উল্লেখযোগ্য প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। তবে স্রেফ পূণ্য অর্জনে নয়। প্রয়াত স্বামীর ইচ্ছাপূরণে মহাকুম্ভে আসেন তিনি। সামনে এসেছে এমনই একটি চিঠি যেটি ১৯৭৪ সালে প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবস নিজের হাতে লিখেছিলেন। সেটি এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।
স্টিভ জোবসের লেখা এই চিঠিটি ২০২১ সালে ৪.৩২ কোটি টাকায় নিলামে ওঠে। ১৯৭৪ সালে তার শৈশবের বন্ধু টিম ব্রাউনকে লেখা চিঠিতে, জবস কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই বছরের এপ্রিলে হরিদ্বারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্টিভ জোবসের ইচ্ছা পূরণ করতে, তার স্ত্রী লরেন পাওয়েল জোবস প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অংশ নেন।
চিঠিতে স্টিভ জোবস লিখেছিলেন "আমি এপ্রিলে ভারতে শুরু হওয়া কুম্ভমেলায় অংশ নিতে চাই। মার্চের কোন সময়ে যাব তা এখনো নিশ্চিত নয়। চিঠিতে ভারত সফরের পাশাপাশি দেশের শিক্ষা- সংস্কৃতির উল্লেখও করেছিলেন তিনি। উত্তরাখণ্ডের নিম করোলি বাবার আশ্রম দেখার পরিকল্পনা ছিল স্টিভ জোবসের। অ্যাপল প্রতিষ্ঠার আগে মাত্র ১৯ বছর বয়সে জবস এই চিঠিটি লিখেছিলেন। স্টিভ জবসের ভারত সফর তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
Steve Jobs letter to his friend about planning to visit Kumbh Mela in India.
— Kartik Jaiswal (@draken73jp) October 24, 2021
The thing to notice here is, he used the word "Shanti" before concluding. pic.twitter.com/s4yN2pupjr
ভারতের সাথে তাঁর গভীর আধ্যাত্মিক সংযোগকে সম্মান জানাতে প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস এবার কুম্ভমেলায় উপস্থিত ছিলেন। তার আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাশানন্দ গিরি তার নাম রেখেছিলেন 'কমলা'। মেলা চলাকালীন লরেন ধ্যান, ক্রিয়া যোগ এবং প্রাণায়াম গ্রহণ করেছেন।