scorecardresearch

গণবিবাহে সাঁওতালি নাচে মুখ্যমন্ত্রী, মুহুর্তে ভাইরাল সেই ভিডিও

আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় একটি গণবিবাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাচের সেই ভিডিও মুহুর্তের মধহ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গণবিবাহে সাঁওতালি নাচে মুখ্যমন্ত্রী, মুহুর্তে ভাইরাল সেই ভিডিও

মাদলের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় একটি গণবিবাহের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নাচের সেই ভিডিও মুহুর্তের মধহ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

৪৫ সেকেন্ডের সেই ক্লিপটিতে দেখা যাচ্ছে ৬৬ বছরের মমতা সাঁওতালি নৃত্যশিল্পীদের সঙ্গে ছন্দে ছন্দে পা মিলিয়ে চলেছেন। সেই ভিডিও অনলাইনে ব্যাপক জনপ্রিয় হয়েছে। সচরাচর এই দৃশ্য তো দেখা যায় না। মুখোশ পরে নৃত্যশিল্পীদের হাত ধরেই মাদলের তালে তালে নাচলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, ‘এতগুলো আসন জিতে বিজেপি কী করেছে?’ মমতা নজরে উত্তরবঙ্গ, কটাক্ষ বিজেপিকে

নির্বাচনী আবহে প্রায় এক মাস আগে একটি গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলু-বরবটি তরকারি রান্না করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এরই মধ্যে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। অনেকেই প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjees santhali dance video goes viral