কী কাণ্ড! মগডালে বসে গাছ কাটছেন যুবক!

গাছের ডগায় বসে দুলুনি খেলেন সেই কীর্তিমান ব্য়ক্তি। আর এ দৃশ্য় দেখে হেসে লুটোপুটি খেলেন নেটিজেনরা। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে ভিডিওটি।

গাছের ডগায় বসে দুলুনি খেলেন সেই কীর্তিমান ব্য়ক্তি। আর এ দৃশ্য় দেখে হেসে লুটোপুটি খেলেন নেটিজেনরা। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে ভিডিওটি।

author-image
IE Bangla Web Desk
New Update
man cutting palm tree viral video, গাছ কাটছেন যুবক, palm tree

ছবি: টুইটার।

কালীদাসের সেই গল্পটা মনে আছে? যে গাছের ডালেই বসে ছিলেন, সেই ডালই কিনা কাটছিলেন! এমন কাণ্ডই এবার দেখে হেসে গড়াল নেট দুনিয়া। ইয়া লম্বা তাল গাছ। তার একেবারে মগডালে বসে এক ব্য়ক্তি। না, তিনি এমনি এমনি বসে নেই গাছের মগডালে। কয়েক মিনিটের মধ্য়েই ঝপাং করে গাছের ডগা কেটে ফেললেন জনৈক ব্য়ক্তি। তারপর?

Advertisment

গাছের ডগায় বসে দুলুনি খেলেন সেই কীর্তিমান ব্য়ক্তি। আর এ দৃশ্য় দেখে হেসে লুটোপুটি খেলেন নেটিজেনরা। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে ভিডিওটি।

দেখুন সেই ভিডিও, আর দেখে নিন কী বলছেন নেটাগরিকরা...

Advertisment

আরও পড়ুন: ভার্চুয়াল অনুষ্ঠানের মাঝেই বান্ধবীর স্তনে চুম্বন! পদত্যাগ রাজনীতিবিদের

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral