Advertisment

Trending: নেই কোনও সহযাত্রী, ফাঁকা এমিরেটসের বিমানে 'রাজকীয়' দুবাই যাত্রা যুবকের

Trending: ১৮ হাজার টাকায় টিকিট কেটে লটারি পেলেন মুম্বইয়ের যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
Fly Emirates

এমিরেটস ও ভিস্তারার ইকোনমি ক্লাসের টিকিট যথাক্রমে ৫৮ হাজার ৫০৭ এবং ২৩ হাজার ৭৭ টাকায় পাওয়া যাচ্ছে।

ফাঁকা বিমান, নেই কোনও সহযাত্রী! আর তাতে চেপেই মুম্বই থেকে দুবাই পাড়ি দিলেন এক যুবক। গল্প হলেও সত্যি এই ঘটনা! করোনা বিধিনিষেধের মধ্যে সেই যুবকের রাজকীয় অভিজ্ঞতা এখন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। ৩৬০ আসন বিশিষ্ট বোয়িং-৭৭৭ বিমানে ১৮ হাজার টাকার টিকিটে কীভাবে সম্ভব হল এই রাজকীয় যাত্রা?

Advertisment

৪০ বছরের ভাবেশ জাভেরি নিজের অভিজ্ঞতা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তিনি জানিয়েছেন, আমি সাধারণত ভিডিও করি না। কিন্তু এমন রাজকীয় যাত্রা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিল। কারণ আমি ফ্লাই এমিরেটসের দুবাইগামী বিমান একমাত্র যাত্রী ছিলাম। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন জলমগ্ন শহরে ঘুরে বেড়াচ্ছে বিরাট সরীসৃপ! ভিডিও দেখে পিলে চমকাবে

ভিডিওতে দেখা গিয়েছে, ভাবেশকে বিমানসংস্থার কর্মীরা প্রায় ফাঁকা মুম্বই বিমানবন্দর দিয়ে বিমানের দিকে নিয়ে যান। এরপর বিমানে সেবিকারা তাঁকে অভ্যর্থনা জানান। পেশায় ব্যবসায়ী ভাবেশ এরপর বিমানের পাইলটের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেন। জানা গিয়েছে, বিমানের ভিতরে যাবতীয় ঘোষণাও একমাত্র যাত্রীর জন্য করা হয়। অনেকেই বলছেন, ভাগ্যবান নাহলে এমন রাজকীয় যাত্রা সম্ভব নয়।

আরও পড়ুন নিম-তুলসির ‘ডাবল মাস্ক’! করোনা থেকে বাঁচতে নয়া উপায় ভাইরাল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Fly Emirates Trending Dubai
Advertisment