ন্যাড়া বান্ধবীকে সান্ত্বনা দিতে চুল কামালেন বয়ফ্রেন্ড, ধন্য ধন্য করছে সবাই

সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল। নেটিজেনরা মুগ্ধ এই সহমর্মিতার শিক্ষা দেখে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা এই কাপল-কে।

সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল। নেটিজেনরা মুগ্ধ এই সহমর্মিতার শিক্ষা দেখে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা এই কাপল-কে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যে কোনো সময়ই আসলে ভালোবাসার ক্ষণ। তাঁকে উপলব্ধি করতে হয়। এক ব্যক্তি গার্লফ্রেন্ডকে স্বান্তনা দেওয়ার জন্য নিজেই ন্যাড়া হয়ে গেলেন। যা দেখে চমকে উঠছে নেট দুনিয়া। বান্ধবী এলোপেশিয়া রোগে আক্রান্ত। উঠে যাচ্ছে মাথার চুল। চিকিৎসাতেও কোনো লাভ হয়নি।

Advertisment

এমন অবস্থায় অভাবনীয় কাণ্ড ঘটালেন বয়ফ্রেন্ড রেক্স চ্যাপম্যান। প্রাক্তন এই বাস্কেট বল তারকা নিজেই বান্ধবীকে শেভিং করিয়ে পরে ন্যাড়া হয়ে গেলেন। সহমর্মিতা জানানোর জন্য।

আরও পড়ুন

তরুণীর সুরে সাড়া হরিণের! সিনেমা নয় বাস্তবেই এমন কাণ্ড, দেখুন ভিডিও

নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে লিখলেন, "বান্ধবী চুল ওঠার সমস্যায় ভুগছিল। মানবিকতা!" সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রিমার দিয়ে বান্ধবীর চুল ছেঁটে দিচ্ছেন রেক্স। পরে নিজেই স্বেচ্ছায় নিজের চুল বিসর্জন দিলেন। তারপর একে অন্যকে আদরে আলিঙ্গনে ভরিয়ে দিতে থাকেন।

Advertisment

সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল। নেটিজেনরা মুগ্ধ এই সহমর্মিতার শিক্ষা দেখে। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা এই কাপল-কে।

এই ভিডিও অনেককেই মনে পড়িয়ে দিয়েছে বলিউডি সিনেমা রণবীর কাপুর ও অনুষ্কা শর্মা অভিনীত "অ্যায় দিল হ্যায় মুশকিল" এর একটি দৃশ্যের কথা। যেখানে ক্যানসার রোগে আক্রান্ত ন্যাড়া অনুষ্কাকে স্বান্তনা দেওয়ার জন্য রণবীর নিজেই মাথার চুল কামিয়ে ফেলেন।

ভালোবাসাতেই যে এমনটা সম্ভব, রিয়েল আর রিল-দুই-ই মিশে যায় প্রেমের কাছে।

viral news