আমাদের সৌরজগতে পৃথিবী ছাড়া আর যে ক'টি গ্রহ রয়েছে, তাদের নিয়ে বরাবরই আমাদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে ইন্টারনেটের যুগে মহাকাশ সম্বন্ধীয় কোনও নতুন ভিডিও বা ছবি আরও সহজেই প্রকাশ্যে আসে, এবং প্রতিবারই তা নিয়ে ওঠে আলোচনার ঝড়। ইউরোপীয় মহাকাশ সংস্থা (European Space Agency অথবা ESA) দ্বারা প্রচারিত এরকমই একটি ভিডিও সামনে এসেছে গত ৩০ জুন। ভিডিওতে রয়েছে মঙ্গলগ্রহের বরফ-শীতল কোরোলেভ ক্রেটার ('ক্রেটার' অর্থ বিশাল গর্ত)-এর চমৎকার ফুটেজ।
Advertisment
বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলগ্রহের এই ক্রেটার ভবিষ্যতে জলের উৎস হতে পারে, যার সুবিধা পাবেন পৃথিবী থেকে মঙ্গলগ্রহে উপনিবেশ গড়তে যাওয়া মানুষ। তবে ভিডিওতে যে ফুটেজ দেখা যাচ্ছে তা কোনও ক্যামেরায় রেকর্ড করা হয়নি। মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠের একাধিক স্ক্যান থেকে একত্রিত করা হয়েছে এই ফুটেজ।
ভিডিওতে ব্যবহৃত ভূসংস্থান (যাকে বলে টোপোগ্রাফি) সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে মার্স এক্সপ্রেস (Mars Express) অভিযানের হাই-রেজোলিউশন স্টিরিও ক্যামেরা থেকে। অভিনব এই ক্রেটার-এর ছবিগুলি একত্রিত করা হয়েছে ২০০৩ সালে ESA দ্বারা উৎক্ষেপিত 'রেড প্ল্যানেট' মহাকাশযানের পাঠানো ছবির সংকলন থেকে। এই মহাকাশযানটি মার্স এক্সপ্রেস অভিযানের অন্তর্ভুক্ত ছিল।
ভিডিওতে দৃশ্যমান ৮২ কিমি চওড়া এবং এক মাইল (১.৬ কিমি) গভীর কোরোলেভ ক্রেটার মঙ্গলগ্রহের উত্তরদিকে নিম্নভূমিতে অবস্থিত। সারা বছরই বরফ জমে থাকে ওই ক্রেটার-এ। এটির নামকরণ করা হয় সোভিয়েত রকেট ইঞ্জিনিয়ার সারগেই পাভলোভিচ কোরোলেভ-এর নামে, যাঁকে রাশিয়ার মহাকাশ গবেষণার জনক মনে করা হয়।
বর্তমানে এই ভিডিও প্রকাশ করার উদ্দেশ্য হলো মঙ্গলগ্রহে যাওয়া সম্পর্কে মানুষের মনে ঔৎসুক্যের সৃষ্টি করা। স্পেসএক্স-এর সিইও তথা বিশ্বের ধনীতম ব্যক্তিদের অন্যতম ইলোন মাস্ক তাঁর 'স্টারশিপ' নামক সংস্থার মাধ্যমে মঙ্গলগ্রহে উপনিবেশ গড়তে আগ্রহী। বিশেষ করে আন্তর্জাতিক স্পেশ স্টেশনে সফলভাবে দুজন মহাকাশচারীকে পাঠানোর পর।
চলতি মাসের শুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো-র 'মার্স অরবিটার' মহাকাশযানের ভেতরে অবস্থিত 'মার্স কালার ক্যামেরা' দিয়ে তোলা হয় মঙ্গলের বৃহত্তম উপগ্রহ বা চাঁদ ফোবস-এর ছবি। মঙ্গলগ্রহ থেকে ৭.২০০ কিমি, এবং ফোবস থেকে ৪,২০০ কিমি দূরত্বে তোলা হয় এই ছবিটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন