Advertisment

দুধে জল, নাকি জলে দুধ! ভিডিও দেখে সংশয়ে নেটপাড়া

দুধওয়ালাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Doodh Me Milawat Ka Video,Google Trends,Viral Video Today,Trending Video,Hansi Ka Video,OMG Video,Viral Video

দেড় লিটার দুধে দেড় লিটার জল!

সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের কনটেন্ট ভাইরাল হয়ে থাকে। কখনও বিয়ের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আবার কখনও ওয়াইল্ড লাইফ ভিডিও দারুণ ভাবে ট্রেন্ডি হয় নেটদুনিয়ায়। তবে দিন কয়েক ধরে একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

Advertisment

দুধে জল মেশাচ্ছেন এক দুধ বিক্রেতা। আর সেই ভিডিও ভাইরাল হতেই চমকে উঠেছেন নেটিজেনরা। এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে এবং নেটিজেনরাও দুধওয়ালাকে কটাক্ষ করতে ছাড়েননি।

কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাইকে চড়ে দুধওয়ালা একটি বাড়িতে দুধ দিতে পৌঁছেছেন। এখানে তিনি একটি পাত্র হাতে দুধ মাপলেন। তিনি পাত্রে দেড় লিটার দুধ মাপলেন এবং তারপর তিনি জল ভর্তি আরেকটি পাত্র খুললেন। এরপর লোকটি সেখান থেকে জল বের করে দুধের পাত্রে ঢেলে দিলেন। তিনি সম্ভবত দেড় লিটার দুধে একই পরিমাণ জল মিশিয়েছিলেন। ভিডিও দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: < মহিলার পেট থেকে একে একে বের করে আনা হল ৫৫ ব্যাটারি, হতবম্ভ চিকিৎসকরা! >

ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে kashyap_memer নামের একটি পেজ থেকে। ইতিমধ্যেই তাতে কয়েক হাজার ভিউ হয়েছে। নেটিজেনরাও এ নিয়ে মন্তব্য করতে ছাড়েননি।

Viral Video
Advertisment