দিল্লির ঠাণ্ডা হার মানাবে কলকাতাকেও । ঠিক তেমনই গরমের দিনে দিল্লির রাস্তায় বেরোনোই দায়! অক্টোবর প্রায় শেষের দিকে । কিন্তু গরম থেকে এখনও রেহাই মিলছে না আম-আদমির। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অটো রিকশা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচনার বিষয় হয়ে উঠেছে এই অটো রিকশাটি। যার ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছেন এক আইএএস আধিকারিক।
এই অটো রিকশাটি ‘ইন্ডিয়া গেটে’র কাছে দেখা গিয়েছিল, যার ছাদে একটি সুন্দর ‘মিনি বাগান’ গড়ে তোলা হয়েছে। চালক অটোর ছাদে গরম থেকে বাঁচার জন্য চারা গাছ রোপণ করেছেন যাতে অটো রিকশা’র ভিতরটি ঠাণ্ডা থাকে। তবে অটো চালকের এমন কাণ্ড এই প্রথম নয়। ইন্টারনেটে এমন অনেক অটো মালিকের গল্প এবং ছবি রয়েছে যারা তাদের অটোতে ‘মিনি বাগান’ গড়ে তুলেছেন। দিল্লিতে এই বিশেষ অটো রিকশার এই ছবিগুলি শুক্রবার, ১৪ ই অক্টোবর টুইটারে আইএএস আধিকারিক সুপ্রিয়া সাহু শেয়ার করেছেন।
ক্যাপশনে তিনি বলেন- ‘আজ দিল্লির ইন্ডিয়া গেটে এক বন্ধু ক্যামেরায় এই ছবিগুলো বন্দি করেছে’। জানা গিয়েছে ওই অটোচালকের নাম মহেন্দ্র কুমার। তিনি তার অটোরিকশার ছাদে একটি ‘মিনি বাগান’ গড়ে তুলেছেন। নিজেকে এবং যাত্রীদের গরম থেকে বাঁচাতে তিনি এমনটি করেছেন বলেই সংবাদ মাধ্যমকে জানান তিনি। আসলে এই বাগানটাই তার অটোর ‘মিনি এসি’!
ভাইরাল হওয়া এই ছবিগুলিতে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে যখন অটোরিকশাটি যাচ্ছিল তখন গাড়িতে থাকা এক ব্যক্তি তার ক্যামেরায় অটো রিকশার ছবিগুলি তোলানে। পরে তা ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, অটোর ছাদে সবুজ ঘাসের সঙ্গে লাগানো হয়েছে হরেক ফুলের গাছ।
আরও পড়ুন: < জীবনের ‘উলট পুরাণ’! বাবার চাকরির খবরে খুশিতে আত্মহারা মেয়ে, ভিডিও ভাইরাল >
সোশ্যাল মিডিয়ায় অটো রিকশা’টি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে । ভাইরাল এই টুইটটি এখন পর্যন্ত প্রায় ১৪০০ লাইক এবং 150 টিরও বেশি রি-টুইট অর্জন করেছে। এছাড়াও, ব্যবহারকারীরা এই বিষয়ে তাদের মতামত দিচ্ছেন। যাইহোক, বেশিরভাগ ব্যবহারকারী অটো চালকের প্রশংসা করলেও, কেউ কেউ বলেছেন যে দিল্লি ট্রাফিক পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এসব গাছের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে লিখে আমাদের জানান।