scorecardresearch

ক্লিনিকের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার, মুখ্যমন্ত্রীর মেয়ের কাণ্ডে নিন্দার ঝড়

নেটিজেনরা। ঘটনার নিন্দা করা হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফেও।

ক্লিনিকের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার, মুখ্যমন্ত্রীর মেয়ের কাণ্ডে নিন্দার ঝড়
ক্লিনিকের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার, মুখ্যমন্ত্রীর মেয়ের কাণ্ডে নিন্দার ঝড়

ক্লিনিকের মধ্যেই ডাক্তারকে একের পর এক ঘুষি। মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী নিজেই।

জানা গিয়েছে বিনা অ্যাপয়েন্টমেন্টে ওই চিকিৎসক তরুণীকে দেখাতে অস্বীকার করাতে রেগে গিয়ে চিকিৎসককে একের পর এক ঘুসি মারতে শুরু করেন ওই তরুণী। কেউ বা কারা সেই ভিডিও ফ্রেমবন্দী করেন পরে তা ভাইরাল হয়। ভাইরাল হতেই দেখা যায় যিনি চিকিৎসককে নিগ্রহ করছেন তিনি অন্য কেউ নন স্বয়ং মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে। আর এই ভিডিও ভাইরাল হতেই প্রবল অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

আরও পড়ুন: [ পড়াশোনা চালাতে ফুচকার স্টল, পুনমের উদ্যোগকে কুর্নিশ নেটপাড়ার ]

তড়িঘড়ি একটি বিবৃতিতে তিনি বলেন, ‘চিকিৎসক এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি।’ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ঘটনাটি ঘটে গত বুধ বার। আর তারপরই মুখ্যমন্ত্রীর মেয়ের এক আচরণে সুর চড়িয়েছেন নেটিজেনরা। ঘটনার নিন্দা করা হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফেও। যদিও আইএমএ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের পথে হাঁটেনি। তার জন্য আইএমএ কে ধন্যবাদও জানিয়েছেন মুখমন্ত্রী জোরামথাঙ্গা।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Mizoram cm zoramthanga apologises after daughter assaults doctor ima protest