New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_309765.jpg)
বানরের এমন স্মার্টনেস চমকে দিয়েছে সকলকে।
বানরের এমন স্মার্টনেস চমকে দিয়েছে সকলকে।
বানরের এমন স্মার্টনেস চমকে দিয়েছে সকলকে।
পিয়ানোতে মজে প্রেমিক মন। স্মার্ট মাঙ্কির শোরগোল ফেলা কাণ্ড সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই তা ইতিমধ্যেই দেখেছেন লাখ লাখ মানুষ। বানরের এমন স্মার্টনেস চমকে দিয়েছে সকলকে।
পিয়ানোয় বসে বাঁদর ছানা ধরেছে সুর। গান শুনে মুগ্ধ হয়েছেন নেটদুনিয়ার মানুষজন। এমনই একটি অসাধারণ ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হুবহু মানুষের মতোই পিয়ানো বাজাচ্ছে বানরটি। লম্ফঝম্পের বদলে একেবারে শান্তভাবে বসে পিয়ানো বাজাচ্ছে বানরছানাটি।
বানরকে মানুষের মত পোশাক পরে পিয়ানোতে সুর তুলতে দেখা যায়। ভিডিওটি @smart_bibi_monkey নামের একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করেছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। পছন্দও করেছেন এই ভিডিওটি। অনেকেই কমেন্ট সেকশনে বানরের স্মার্টনেসের প্রশংসা করেছে। জানা গিয়েছে স্মার্ট এই বানরের নাম বিবি।
আরও পড়ুন : < Barbie Biryani: মহিলার তোলপাড় ফেলা কাহিনী, ‘বার্বি বিরিয়ানি’ ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় >