প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে নেমে কাজ করছেন, ট্রাক্টর চালানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং, যাকে 'ক্রিকেটের জাদুকর'ও বলা হয়, তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান মজার ভিডিও শেয়ার করা হয়। মহেন্দ্র সিং ধোনি বর্তমানে নিজের শহর রাঁচিতেই সময় কাটাচ্ছেন। প্রাক্তন অধিনায়ক সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ধোনিকে মাঠে ট্রাক্টর চালাতে দেখা যায়। ইনস্টাগ্রামে ট্রাক্টর চালানোর ভিডিওটি তিনি পোস্ট করেছেন। মাত্র ১৮ ঘন্টার মধ্যে, এই ভিডিওটি ইনস্টাগ্রামে ৩৩ লক্ষ লাইক এবং সেই সঙ্গে ৭০ হাজারেরও বেশি মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন।
ক্যাপ্টেন কুল এর নতুন কাজ
ভিডিওটি এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি লাইক পেয়েছে। প্রায় দু বছর পর সোশ্যাল মিডিয়ায় এক আকর্ষণীয় ভিডিও পোস্ট করেছেন ধোনি। এই ভিডিওটি পোস্ট করে সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, "নতুন কিছু শিখতে পেরে ভালো লাগলো, কিন্তু কাজটি সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছে।" স্পষ্টতই ট্র্যাক্টর দিয়ে ক্ষেতে চাষ করা ক্যাপ্টেন কুলের জন্য একটি নতুন অভিজ্ঞতা। ভিডিও দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি কাজটি দারুণ ভাবেই উপভোগ করেছেন।
তিন বছর আগে ট্রাক্টর কেনা হয়েছে
জানা গিয়েছে ধোনি প্রায় তিন বছর আগে ৮ লক্ষ টাকায় একটি মাহিন্দ্রা স্বরাজ ট্রাক্টর কিনেছিলেন। তারপরও তিনি ট্রাক্টর চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তিনি যখন ট্র্যাক্টরটি কিনেছিলেন, আনন্দ মাহিন্দ্রা টুইটারে লিখেছেন, আমি সবসময় অনুভব করি যে ধোনি এমন একজন ব্যক্তি যিনি সঠিক সিদ্ধান্ত নেন। সেই ব্যক্তির সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও এই ভিডিওতে দেখা গিয়েছে স্বরাজ ট্রাক্টর চালাচ্ছেন ধোনি।
আরও পড়ুন: < ভিড়ের মধ্যে উড়ে এল ‘চুলকানি পাউডার’, চুলকাতে চুলকাতে নাস্তানাবুদ মন্ত্রীমশাই, দেখুন viral video >
ফার্ম হাউসে প্রায় ৮০টি গরুও রেখেছেন ধোনি। এসব গরুর দুধ স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে। এছাড়া গত কয়েক মাস ধরে তিনি কাড়াকনাথ মুরগি পালন শুরু করেছেন। তিনি যখন রাঁচিতে থাকেন, তিনি নিয়মিত তাঁর খামার বাড়িতে যান। তাঁর স্ত্রী সাক্ষী, ছোটবেলার বন্ধু চিট্টুকেও তাঁর সঙ্গে দেখা যায় বহুবার। তার স্ত্রী সাক্ষীও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ফার্ম হাউসের ভিডিও শেয়ার করেন।