উত্তর-পূর্ব ভারতের ছেলে মেয়েদের হামেশাই চেহারা নিয়ে নানান ধরণের মন্তব্য শুনতে হয়। কখন তাদের ‘নেপালি’, বা ‘চিনা’ বলেও ব্যাঙ্গ করেন অনেকেই। অনেকে আবার তো তাদের ভারতীয় বলে মানতেই চাননা। সেই সকল মানুষদের মোক্ষম জবাব দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা অলং।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে মন্ত্রী মশাইকে বলতে শোনা গিয়েছে ছোট চোখের সুবিধা সম্পর্কে। মন্ত্রী মশাই এক বক্তব্যে নিজেই বলেছেন, “ছোট চোখে যেমন ধুলো বালি প্রবেশ করতে পারেনা”, তেমনই “কোন অনুষ্ঠান চলাকালীন যদি তা একঘেয়ে লাগে অনায়াসেই একটি সময় ঘুমিয়ে নেওয়া যেতেই পারে কেউ বুঝতেও পারবে না”। পাশাপাশি তিনি বলেন, “উত্তর-পূর্বের বাসিন্দাদের চোখ ছোট, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ”।
মন্ত্রী মশাইয়ের এই বক্তব্য এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। নাগাল্যান্ডের উচ্চ শিক্ষা ও উপজাতি বিষয়ক দফতরের মন্ত্রী ইমনা। টুইটারে একজন তাঁর এই ভিডিও শেয়ার করার পর থেকেই তা তুমুল ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন। অনেকেই মন্ত্রী মশাইয়ের রসিকতার প্রশংসাও করেছেন।
আরও পড়ুন: <একে একে অটো থেকে নেমে আসছেন ২৭ যাত্রী! তাজ্জব পুলিশ, ভিডিও ভাইরাল>
তাঁদের অন্যতম অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও ভিডিওটি শেয়ার করেছেন। নেটিজেনদের বক্তব্য মন্ত্রী তাঁর রসিক চালে সেই সকল মানুষদের মুখের ওপর মোক্ষম জবাব দিয়েছেন যারা উত্তর-পূর্বের বাসিন্দাদের নিয়ে কটাক্ষ করেন।