'থিংকিং আউট অফ দ্য বক্স'! এই ধারণাটি অন্যান্য জগতের মত ফ্যাশন দুনিয়াতে রাজত্ব করে এসেছে বহুদিন ধরে। এবার তার ছোঁওয়া লেগেছে নেইল আর্টের জগতেও। সম্প্রতি নখের ওপর তাঁর গর্ভে থাকা শিশুর ছবি আঁকিয়ে এবার হইচই ফেলে দিয়েছেন দেশের স্টার টেবিলটেনিস তারকা মণিকা বাত্রা। একজন চাইনিজ শিল্পী তাঁর নখে এই আলট্রাসাউন্ডের ছবি একেঁ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত মণিকা সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে দুরন্ত পারফর্ম করেছেন। দেশকে একাই এনে দিয়েছেন চারটি পদক।
Manika Batra inspired
India to a historic gold medal in the final of the women's Table Tennis
team event at the #CommonwealthGames2018????Her Nail Paint is Tricolor
???????? JAI HIND
????Bharat Mata ki Jai pic.twitter.com/2q81QF6nVG
— GAGAN ⚡SKY⚡ (@blue21sky) April 8, 2018
একইভাবে সাদা-কালো রঙে আলট্রাসাউন্ডের ছবি নখে নেইল আর্ট করে সোশ্যাল পৃথিবীতে জনপ্রিয় হয়েছেন সারাহা ক্লার্কও। বর্তমানে বেশ ভাইরাল হয়েছে এই ছবিটি।
আরও পড়ুন : অজগর, কুমিরের পর এবার মাকড়সা বার্গার, সাহস থাকলে খেয়ে দেখান!
আপনিও কি অন্তঃসত্ত্বা? তাহলে নতুন ট্রেন্ড প্রি-বেবি শাওয়ার ফটোগ্রাফির পাশাপাশি আপনিও একটু অন্য পথে হাঁটতেই পারেন। সেজন্য করে ফেলুন এইরকম একটি নেইল আর্ট।
A post shared by Sara Peterson (@nailsbysara) on
A post shared by Smoulder Viola - Rassau (@smoulderviolarassau) on