Advertisment

Optical Illusion: এই ছবিতে কতগুলি প্রাণী রয়েছে বলুন তো! ৯৯শতাংশ মানুষই সঠিক উত্তর দিতে পারেননি

এই ধরণের দৃষ্টিভ্রমে আপনি চোখের সামনেই একটা জিনিস দেখেও দেখতে পাবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
What is optical illusion, What is optical illusion examples, optical illusion pictures, optical

৬০ সেকেন্ডের উত্তর দিন, এই ছবিতে কতগুলি প্রাণী রয়েছে?

মাত্র একটাই ছবি! এই ছবিতে আপনি কতগুলি প্রাণীকে দেখতে পাচ্ছেন? আপনার কাছে সময় ৬০ সেকেন্ড। ভাল করে দেখুন। ৯৯ শতাংশ মানুষ এর উত্তর সঠিক ভাবে বলতে পারেন নি। আপনি কী পারবেন? চেষ্টা চালিয়ে যান। আপনি কী দেখছেন এই ছবিতে? হ্যাঁ একদম ঠিক ছবিটিতে প্রথমেই হাতি, একটি গাধা এবং একটি বিড়াল দেখা যাচ্ছে। আপনি একেবারেই সঠিক পথেই এগোচ্ছেন।

Advertisment

এবার ভাল করে লক্ষ্য করুন, আর কী দেখছেন এই ছবিতে? এই ধরণের দৃষ্টিভ্রমে আপনি চোখের সামনেই একটা জিনিস দেখেও দেখতে পাবেন না। তাই খুঁটিয়ে দেখুন ছবিটা। আর একটা প্রাণী আপনি চাইলেই কিন্তু খুঁজে পেতে পারেন, ৯৯ শতাংশ মানুষ ব্যর্থ হয়েছে। আপনার সময়ের খেয়াল কিন্তু আপনাকেই রাখতেই হবে। আমাদের জানান কত সময়ের মধ্যে আপনি সবকটি প্রাণীকে খুঁজে পেলেন? আপনি যদি সব কটি প্রাণী খুঁজে পেতে পারেন তাহলে আপনি মাত্র ১ শতাংশের মধ্যে জায়গা করে নেবেন যারা এটার সঠিক উত্তর দিয়েছেন।

আরও পড়ুন: <Viral Optical Illusion: আধমিনিট সময় আপনার হাতে! খুঁজে বের করুন গাছের ডালে লুকিয়ে থাকা টিকটিকি’কে>

আচ্ছা আপনার জন্য রইল একটা সহজ টিপস, বাঁ দিক থেকে আস তে আসতে চোখ ঘোরান, না বেশি তাড়াহুড়া করবেন না।  ধীরে ধীরে। এবার আসতে আসতে বাঁ দিক থেকে ডানদিকে আপনার নজর ঘোরান। আর কটা প্রাণী আপনি খুঁজে পেলেন?  একবার ফোনটা উলটে দেখুন! একজন ব্যক্তি উত্তর দিয়েছেন এই ছবিতে মাত্র তিনটি প্রাণী রয়েছে। তার উত্তর সম্পূর্ণ ভুল। এবার দেখা যাক আপনি এই ছবি দেখে ক’টা প্রাণী খুঁজে বের করতে পারেন?

সময় প্রায় শেষের দিকে। উত্তর টা তাহলে এবার বলে দেওয়া যাক। এই ছবিতে লুকিয়ে রয়েছে অজস্র প্রাণী। নিজের চোখেই দেখে নিন আপনি। আমাদের জানান ক’টা প্রাণী আপনি নিজে খুঁজে পেলেন?

রইল আপনার উত্তর!

publive-image
দেখে নিন সঠিক উত্তর
viral Optical Illusion
Advertisment