বিয়ের উপহার একে ৪৭ রাইফেল! পাকিস্তানের ঘটনায় তাজ্জব নেটদুনিয়া

এআরওয়াই নিউজ সূত্রে খবর, পাকিস্তানে কালাশনিকভ নামে পরিচিত যে রাইফেলটি উপহার দিতে দেখা গিয়েছে মহিলাকে, তিনি আদতে বরের শাশুড়ি।

এআরওয়াই নিউজ সূত্রে খবর, পাকিস্তানে কালাশনিকভ নামে পরিচিত যে রাইফেলটি উপহার দিতে দেখা গিয়েছে মহিলাকে, তিনি আদতে বরের শাশুড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
ভাইরাল ভিডিও, viral

ছবি: ফেসবুক।

বিয়ে বলে কথা! হরেকরকমের উপহার পান নবদম্পতি। তাই বলে কিনা এ কে ৪৭! এও সম্ভব! এমন কাণ্ডই ঘটেছে পাকিস্তানে। বিয়ের শুভেচ্ছা জানিয়ে বরের হাতে এ কে ৪৭ রাইফেল তুলে দিলেন এক মহিলা। এমন উপহার পেয়ে হাসি ধরে পড়ল বরের মুখে। রীতিমতো উল্লাসে মাততে দেখা গেল অতিথিদেরও। আর এ দৃশ্য়ই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

এআরওয়াই নিউজ সূত্রে খবর, পাকিস্তানে কালাশনিকভ নামে পরিচিত যে রাইফেলটি উপহার দিতে দেখা গিয়েছে মহিলাকে, তিনি আদতে বরের শাশুড়ি।

দেখুন ভিডিও:

Advertisment

বিয়ে উপলক্ষে শূন্য়ে গুলি ছোড়ার রেওয়াজ অনেক সময় দেখা যায়। কিন্তু তাই বলে বিয়ের উপহার কিনা এ কে ৪৭ রাইফেল! এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ ব্য়াঙ্গ করে বলেছেন, ’এ কারণেই বলা হয় পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুরঘর’।

আরও পড়ুন: সংস্কৃতে শপথপাঠ করে চমকে দিলেন নিউজিল্য়ান্ডের সাংসদ

দেখুন নেটিজেনরা কে কী বললেন...

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral