scorecardresearch

বড় খবর

পাক শিল্পীর সুরের জাদু মন জিতল আপামর ভারতবাসীর, দেখুন ভিডিও!

‘ফানা’ থেকে ‘মেরে হাত মে’-এর সুরে মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী!

পাক শিল্পীর সুরের জাদু মন জিতল আপামর ভারতবাসীর, দেখুন ভিডিও!
এই সুর আপলোড হতেই তা শত কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

সরোদের সুরে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছেন এক পাক যুবক। তাঁর সুরের জাদুতে মুগ্ধ আসমুদ্র-হিমাচল। সকলেই এই সুরের জাদুকরকে ধন্য ধন্য করেছেন। ভিডিওটি আপলোড করেছেন সংগীতশিল্পী সিয়াল খান। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘সিয়ালটিউনস’-এ এই সুর আপলোড হতেই তা শত কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

শিল্পীকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক নৈসর্গিক দৃশ্যের সামনে বসে থাকতে দেখা গেছে। এরপরই শিল্পী সরোদ হাতে আমির খান এবং কাজল অভিনীত ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবি  ‘ফানা’ থেকে ‘মেরে হাত মে’-এর সুর বাজাতে শুরু করেন। সেই সুর কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছে।

আরও পড়ুন: [ডি.এমের গরু অসুস্থ! গঠন করা হল মেডিক্যাল টিম, ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট তলব!]

ইন্সটাগ্রামে এই ভিডিও আপলোড হতেই তাতে প্রায় ২০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে সেই সঙ্গে প্রায় ৪ হাজার লাইক সংগ্রহ করেছে এই ভিডিও। ভিডিওটি যে নেটিজেনদের মন ছুঁয়ে গেছে তা ফুটে উঠেছে কমেন্টেই। একজন ইউজার লিখেছেন “ওস্তাদ আপনার হাতে জাদু আছ”। অপর একজন লিখেছেন, “এমন সুন্দর সুর আমার জীবন ধন্য করল”। শিল্পীর ফেসবুক বায়ো থেকে জানা গিয়েছে, তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। ছোট থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ সিয়াল খানের।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Pakistani man plays mere haath mein from fanaa on rabab