সেলিব্রিটি, ক্রিকেটার এবং রাজনীতিবিদদের চেহারার সঙ্গে রয়েছে এমন ব্যক্তিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী 'অরবিন্দ কেজরিওয়ালের' চেহারার সঙ্গে হুবহু মিল রয়েছে এক ব্যক্তির এমন এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি গোয়ালিয়রে 'চাট বিক্রি' করেন। এখন ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে চমকে উঠেছে আসমুদ্র-হিমাচল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ফুচকা বিক্রি করছেন। যার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেহারা মিল রয়েছে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেটিজেনরা।
Advertisment
মানুষজন বিভ্রান্ত, 'মোদীজিকে ফুচকা' বিক্রি করতে দেখে। আসলে, এই ব্যক্তিও গুজরাটের। তিনি ফুচকা বিক্রি করেন। বিষয়টি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করা মাত্রই অনেক ব্যবহারকারী অবাক হয়ে গিয়েছেন। অনেকেই বলেছেন ব্যক্তি্র চেহারার সঙ্গে মোদীজির অনেকটা মিল…! শুধু তাই নয়, তার কণ্ঠস্বরও ৭০ শতাংশই প্রধানমন্ত্রীর মত।
এই আকর্ষণীয় ভিডিওটি ৩রা ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে মোদীজির চেহারার সঙ্গে হুবহু মিল! জানা গিয়েছে ওই ব্যক্তির দোকানের নাম তুলসী ফুচকা স্টল। গুজরাটের বল্লভ বিদ্যানগরে ফুচকার দোকান চালান তিনি। এই পোস্টটি এখন পর্যন্ত ৬২ লাখ ভিউ এবং ৪লাখ ২৭ হাজার লাইক পেয়েছে। এর সঙ্গে,শ'য়ে শ'য়ে ব্যবহারকারী পোষ্টে তাদের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন 'মোদীর কন্ঠস্বরের সঙ্গে ৭০ শতাংশ মিল রয়েছে এই ব্যক্তির'। অপর এক জন মন্তব্য করেছেন, মোদীর সঙ্গে ওনার খুব একটা পার্থক্য নেই। একইভাবে, অনেক ব্যবহারকারী এই ফুচকা বিক্রেতাকে 'মোদীর ভাই' বলেও উল্লেখ করেছেন।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অনিল ঠক্কর। লোকে তাকে মোদী ফুচকাওয়াল নামেই চেনেন। কারণ তার পাশের মুখ এবং গেটআপ এমনই যে তাকে একেবারে প্রধানমন্ত্রীর মতই দেখায়। সকলেই ভিডিওটি উপভোগ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন যে মোদীজি ছিলেন একজন চা'ওয়ালা এবং আমি একজন ফুচকা ওয়ালা। তথ্য অনুসারে জানা গিয়েছে ১৫ বছর বয়স থেকেই ফুচকা বিক্রি করেছেন তিনি।