/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-feature-2.jpg)
ফের ভাইরাল প্রজ্ঞা। যা মন ছুঁয়ে গেছে সোশাল মিডিয়ার। বৃহস্পতিবার সকাল থেকে হু হু করে ছড়িয়ে পড়ছে তার আধো আধো স্বরে গাওয়া গান। প্রজ্ঞার বয়স দুই। কিন্তু, নিখুঁত সুরের সঙ্গে গোটা গোটা হিন্দি শব্দ উচ্চারণে সিদ্ধহস্ত খুদে কন্যা।
গত বছর, লতার সুরে গান গেয়ে প্রথম ভাইরাল হয় প্রজ্ঞা মেধা (ইনস্টাগ্রামের নাম অনুযায়ী)। সেই ভিডিওতে দেখা গিয়েছিল 'লাগ যা গালে কে ফির ইয়ে হাসি রাত হো না হো' গানটি গাইতে। এরপর বিদায় বোম্বকেশ ছবির সন্ধে নামার আগে গানটি গেয়ে ইন্টারনেটে সেনসেশন ছড়িয়েছে প্রজ্ঞা। ভিডিওটি শেয়ার করার সময় জানানো হয়েছে প্রজ্ঞা নাকি অনেক গানই গায়, তবে তার জন্য মুড থাকার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: মুড হলেই আবিরের সিনেমার গান গায় ২ বছরের মেয় , শুনলে মুগ্ধ হয়ে যাবেন
এবার নতুন বছরের শুরুতে বোধ হয় তার মুড হয়েছে শাহিদ কাপুর অভিনিত 'কবীর' ছবির 'তেরে বিন আব' গানটি গাওয়ার। মায়ের সঙ্গে গান করে সেই গান আগামীকাল ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এবং বৃহস্পতিবার সোমা দত্ত তার ফেসবুকে পোস্ট করে। অগত্যা ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লাইক কমেন্ট ও শেয়ার হওয়া দেখলে মনে হচ্ছে, প্রজ্ঞার গলায় গান শোনার জন্য সোশাল মিডিয়া যেন অপেক্ষায় ছিল।
দেখুন ভিডিও
View this post on InstagramHappy New Year everyone ????????☺️ #dilkadariya #kabirsingh
A post shared by Pragya Medha (@pragyamedha11) on