New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/1a29f462-7a30-40cd-acc2-8aab1b6a53b9-1.jpg)
মুম্বই এয়ারপোর্টে নেবে নাচলেন নতুন কনে।
এবার প্রিয়াঙ্কার নাচের ভিডিও ঘুরছে ইতিউতি। মুম্বই এয়ারপোর্টে নেমেই ফ্যানদের দিকে তাকিয়ে খানিকটা নেচে নিয়েছেন তিনি, আর সেই দৃশ্যই ক্যামেরা বন্দি করা হয়েছে।
মুম্বই এয়ারপোর্টে নেবে নাচলেন নতুন কনে।
ফেয়ারি টেলই বটে। অবশেষে বিয়ের সমস্ত নিয়মকানুন মিটেছে পিগি চপসের। বলিউডের যে সমস্ত বিয়েগুলোর সাক্ষী হতে মুখিয়ে ছিলেন ফ্যান মহল, তাদের মধ্যে অন্যতম ছিল দেশি গার্ল প্রিয়াঙ্কা এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ে।প্রথমে যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিষ্টান নিয়মে বিয়ের অনুষ্ঠান শেষ করেছেন ১ ডিসেম্বর। এরপর হিন্দু নিয়ম মেনেও গাঁটছড়া বেঁধেছেন তাঁরা।
আরও পড়ুন: হিন্দুমতে ছাদনাতলায় নিক-প্রিয়াঙ্কা
সমস্ত অনুষ্ঠান মিটিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন দম্পতি। পাপারাজিরা যে ক্যামেরা নিয়ে সদাই তৈরি তা আর বলার অপেক্ষা রাখে না। কাজেই তাঁদের দৌলতে কোনও মূহুর্তই মিস করেননি ভক্তকূল। মেহেন্দির ছবি থেকে টকটকে লাল পোশাকে প্রিয়াঙ্কার সমস্ত ছবিই ভাইরাল হয়েছে সোশাল সাইটে। আর এবার প্রিয়াঙ্কার নাচের ভিডিও ঘুরছে ইতিউতি। মুম্বই এয়ারপোর্টে নেমেই ফ্যানদের দিকে তাকিয়ে খানিকটা নেচে নিয়েছেন তিনি, আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করা হয়েছে। সবুজ শাড়ি পরা প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন নিকও। আপনিও দেখে নিন সেই ভিডিও।
View this post on InstagramOnce upon a fairytale... @nickjonas Link in bio @people
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
View this post on InstagramAnd forever starts now... ❤️ @nickjonas
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
View this post on InstagramAnd forever starts now... ❤️ @nickjonas
A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
একেবারে রাজকীয় ঢঙেই বিয়ের পর্ব সেরেছেন এই জুটি, নিতা আম্বানি, মুকেশ আম্বানির সঙ্গে যোধপুরে হাজির হয়েছিলেন অনন্ত ও ইশা আম্বানিও, এসেছিলেন প্রধানমন্ত্রীও। গণেশ হেগড়ে, সন্দীপ খোসলা, অর্পিতা খান, ব্রিটিশ টেলিভিশন তারকা জাসমিন ওয়ালিয়া, হলিউড অভিনেত্রী এলিজাবেথ উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।