New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/visitingcard-amp-1.jpg)
সম্প্রতি গোটা দেশ থেকেই বিভিন্ন বাড়িতে কাজের জন্য ফোন আসছে গীতা কালের কাছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল পরিচারিকার ভিজিটিং কার্ড। অবাক হচ্ছেন? স্বাভাবিকই। কারণ এই ধরনের খবর এর আগে শোনা যায়নি। কী ভাবছেন, পরিচারিকা, তার আবার বিজনেস ভিজিটিং কার্ড! কেন, হতে পারে না?
ধানানশ্রী সিন্দে পুনেতে কর্মরত। একদিন অফিস থেকে ফেরার পর গীতা দেবী দুঃখ করে ধানানশ্রীকে জানায় তার এক বাড়ি থেকে কাজ চলে গেছে। সেটি শোনার পর ধানানশ্রী গীতার ভিজিটিং কার্ড বানানোর বুদ্ধি এঁটে ফেলে মাথায়। ২৪ ঘণ্টার মধ্যে বানিয়ে ফেলে গীতার ভিজিটিং কার্ড। যাতে রয়েছে নাম, ঠিকানা ও ফোন নম্বর। বিশ্বাস অর্জনের জন্য গীতার কাছে যে আধার কার্ড রয়েছে তার উল্লেখও করা রয়েছে সেখানে। পাশাপাশি কোন কাজের কত রেট গীতা দেবীর তার তালিকাও রয়েছে। এছাড়া, ধুলো মোছা, শাক সবজি কেটে দেওয়ার কাজও করেন তিনি।
আরও পড়ুন: গাড়িতে বসতে চাইছে হাতি! তারপর যা দুর্গতি… দেখুন ভিডিও
সম্প্রতি গোটা দেশ থেকেই বিভিন্ন বাড়িতে কাজের জন্য ফোন আসছে গীতা কালের কাছে।
Read the full story in English