Advertisment

Delivery boy suicide: মহিলা গ্রাহকের চরম তিরস্কার, অভিমানে আত্মঘাতী ডেলিভারি ভয়, সুইসাইড নোট চোখে জল আনবে

Delivery boy suicide: মহিলা গ্রাহকের চরম তিরস্কার সহ্য করে সেদিন মুখ বুঝে বাড়ি ফিরে আসে বছর ১৯-র ডেলিভারি বয়। ঘটনায় মানসিক ভাবে প্রচণ্ড আঘাত পান তিনি। পাশাপাশি ছিল চাকরি হারানোর ভয়ও। অবসাদ ও হতাশা থেকে আত্মহত্যা করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
delivery boy

প্রতীকী ছবি

Delivery boy suicide:মহিলা গ্রাহকের চরম তিরস্কার সহ্য করে সেদিন মুখ বুঝে বাড়ি ফিরে আসে বছর ১৯-র ডেলিভারি বয়। ঘটনায় মানসিক ভাবে প্রচণ্ড আঘাত পান তিনি। পাশাপাশি ছিল চাকরি হারানোর ভয়ও। অবসাদ ও হতাশা থেকে  আত্মহত্যা করেন বছর ১৯-এর সেই ডেলিভারি এক্সিকিউটিভ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তাতে যা লেখা ছিল তা চোখে জল আনবে। 

 

ঘটনাটি তামিলনাড়ুর কোলাথুর এলাকার। মহিলা গ্রাহকের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী এক ডেলিভারি বয়। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও।  সুইসাইড  নোটে ছেলেটি তার আত্মহত্যার জন্য মহিলা গ্রাহককে দায়ী করেছেন। তিনি লিখেছেন 'মহিলা গ্রাহকের বাড়িতে পণ্য পৌঁছে দিতে তার খানিক দেরি হয়ে যায়। এরপরই তিনি আমাকে বকাঝকা করেন। চরম মানসিক কষ্ট পেয়ে আমি এই পদক্ষেপ নিতে যাচ্ছি'।

Advertisment

খাঁটি ঘিয়ের বদলের পশুর চর্বি! তিরুপতি মন্দিরের প্রসাদী 'লাড্ডু' নিয়ে তুমুল বিতর্ক

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর। ডেলিভারি বয় মহিলার বাড়িটি খুঁজে না পাওয়ার কারণে পণ্য পৌঁছাতে কিছুটা দেরি হয়। তাতেই মহিলা তাকে তিরস্কার করেন। এতেও ক্ষান্ত হন নি ওই মহিলা, তিনি ডেলিভারি সংস্থার কাছে যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই চাকরি হারানোর ভয় ও মানসিক যন্ত্রণা থেকে চরম পদক্ষেপ বেছে নেন ওই ডেলিভারি বয়। জানা গিয়েছে, তিনি একটি কলেজে বি কম থার্ড ইয়ারের ছাত্র ছিলেন।

সাত টাকায় প্রতিদিন 3GB ডেটা, কল! পুজোর দুরন্ত অফার BSNL-র

পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা ছিল 'মহিলার আচরণে আমি মানসিক ভাবে খুব কষ্ট পেয়েছি। আমি জানতাম না যে দেরীতে ডেলিভারির জন্য আমাকে এত খারাপভাবে তিরস্কার করা হবে। উল্লেখ্য ডেলিভারি কর্মীরা প্রায়ই সময়মতো ডেলিভারির জন্য জীবন বাজি নিতেও তৈরি থাকেন । তবে অনেক সময় তাদের অনেককেই গ্রাহকদের রোষানলের মুখে পড়তে হয়। 

Delivery Boy Suicide Delivery Agents food delivery
Advertisment