/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/shark_759_getty.jpg)
A diver leaves the cage on a great white shark dive off the coast of Mexico.
কার্যত কপালজোরেই বাঁচলেন স্কুবা ডাইভার। জলের নীচে হঠাৎই ওই ব্যক্তি দেখেন, তাঁকে ঘিরে ধরেছে ছ'টি সিলভারটিপ হাঙর। ঘটনাটি ঘটেছে ফ্রেঞ্চ পলিনেশিয়াতে। আর মাস্কে কামড় বসিয়ে হাঙরকুল কার্যত ধরাশায়ী করে ছেড়েছে ওই ডুবুরিকে।
পিটার স্নাইডার তাঁর দলের সঙ্গেই গিয়েছিলেন স্কুবা ডাইভিং করতে। সেখানেই ঘটল বিপদ। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানেই দেখা যাচ্ছে, ছ'টি হাঙর তাকে ঘিরে ধরে ঠিক সেই সময়ই, যখন তিনি একটি প্রবাল প্রাচীর আবিষ্কার করেন। ওই একই সময় হঠাৎ করেই তাঁর অক্সিজেন মাস্কে কামড় বসায় একটি হাঙর।
আরও পড়ুন: কী এমন অপরাধ যে চার বছরের দুই পড়ুয়ার মুখ জুড়ে সেলোটেপ লাগিয়ে দিলেন শিক্ষিকা?
অক্ষত অবস্থাতেই বেঁচে ফিরেছেন স্নাইডার, তবে বেশ অনেকক্ষণই বৃত্তাকার অবস্থায় তাঁকে ঘিরে রেখেছিল ওই ছ'টি হাঙর। একটি সংবাদ মাধ্যমকে স্নাইডার বলেন, "আমি কিছুই করতে পারছিলাম না, তবে আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম, যেই মূহুর্তে ওই হাঙরের দল সরে যায়, আমি সাঁতরে ওপরের দিকে চলে আসি।"
সৌভাগ্যবশত, খুব বেশি আঘাত পাননি ওই ডুবুরি। তবে কপালে সামান্য আঁচড় পড়ে। যেহেতু ওই হাঙরের দল শিকারে বেরোয় নি, সে কারণে কার্যত মিরাকেলই জুটেছে স্নাইডারের কপালে। যদিও এই ভিডিও বেশ অনেকদিন আগেকারই, ফের একটি এইচডি ভার্সন বেরিয়েছে সম্প্রতি।
Read the full story inenglish