New Update
/indian-express-bangla/media/media_files/2024/10/26/JN6BZT80wXCTLWr9hyqK.jpg)
যুবকের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
যুবকের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
Snake Viral Video: মৃত্যুমুখ থেকে বিষধর সাপকে বাঁচিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন এক যুবক। সেই ভিডিও সুনামি গতিতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে CPR দিয়ে সাপকে বাঁচানোর চেষ্টা করছেন ওই যুবক। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় লাখো ভিডিও ভাইরাল হলেও সাপকে বাঁচাতে প্রাণ বাজি রেখে যুবকের এমন কাণ্ডকারখানার ভিডিও রাতারাতি মন ছুঁয়ে গিয়েছে মানুষের। যুবকের মানবিক আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।
মৃতপ্রায় সাপকে CPR দিয়ে বাঁচিয়ে মানবিকতার এক মহান নিদর্শন তুলে ধরলেন এক যুবক। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ভিডিওটি গুজরাটের ভাদোদরার, যেখানে দেখা গিয়েছে মৃতপ্রায় সাপকে সিপিআর দিয়ে জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই যুবক।
দীর্ঘ দিন উচ্চ রক্তচাপের সমস্যা? স্রেফ জলেই লুকিয়ে সমস্যার সমাধান!
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় এক ফুট লম্বা বিষাক্ত একটি সাপ অজ্ঞান হয়ে পড়ে আছে। বন্যপ্রাণী উদ্ধারকর্মী যশ সেখানে পৌঁছে তড়িঘড়ি সাপটিকে CPR দিয়ে সাপকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় ৩ মিনিট পর সাপটির জ্ঞান ফেরে। এরপর সেটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
Vadodara youth & Snake Rescuer Yash Tadvi brings Snake back to life with Mouth-to-Mouth CPR! #vadodara pic.twitter.com/MP1DFHLYst
— My Vadodara (@MyVadodara) October 16, 2024
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @MyVadodara নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এর ক্যাপশন হল- ' সিপিআর দিয়ে মৃতপ্রায় সাপের জীবন বাঁচিয়েছেন ভাদোদরার যুবক যশ। 'কমেন্টে মানুষ যশের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'হ্যাটস অফ।' আরেকজন লিখেছেন, 'খুব ভালো উদ্যোগ ।'