Advertisment

Trending News: 'আত্মঘাতী' বিষধর সাপ! বিরল ঘটনায় তুমুল শোরগোল

Trending News: সোশ্যাল মিডিয়া ফোরাম রেডডিটে, একজন ব্যক্তি এমন এক ছবি শেয়ার করেছেন যাতে একটি সাপকে নিজের গলা টানা ১০ মিনিট পেঁচিয়ে থাকতে দেখা গিয়েছে। ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সাপটির।

author-image
IE Bangla Web Desk
New Update
snake strangles

আত্মঘাতী বিষধর সাপ

Trending News: সাপের 'আত্মহত্যা'! বিরল ঘটনায় তুমুল শোরগোল। সর্পঘাতে অনেক মানুষের মৃত্যু সংবাদ শিরোনামে স্থান পায়। এবার সামনে এসেছে এমন খবর যা শুনে চমকে উঠেছেন সকলেই। আত্মহত্যা করল একটি বিষধর সাপ। এই সংক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে । ছবিটি শেয়ার করে এক ব্যক্তি দাবি করেন,  তিনি এমন ঘটনা চোখের সামনে দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যান।

Advertisment

মাইলেজ, ফিচার্স নজরকাড়া, কোন স্কুটার 'বেস্ট' আপনার জন্য?

সোশ্যাল মিডিয়া ফোরাম রেডডিটে, একজন ব্যক্তি এমন এক ছবি শেয়ার করেছেন যাতে একটি সাপকে নিজের গলা টানা ১০ মিনিট পেঁচিয়ে থাকতে দেখা গিয়েছে। ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে সাপটির। পোস্টটি দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ৭৪ হাজারের মানুষ পোস্টটি লাইক করেছেন। হাজার হাজার মানুষ পোস্টটিতে তাদের মতামত তুলে ধরেছেন।  

শুরু বিক্রি! আইফোন ১৬ কিনতে 'মরিয়া' মানুষ, অ্যাপল স্টোরে জনপ্লাবন!

সর্প বিশেষজ্ঞরা জানিয়েছেন,  সার্পেন্টাইন অটোঅ্যাসফিক্সিয়েশন সিনড্রোম (এসএএস) একটি বিরল রোগ যার ফলে  সাপ অনিচ্ছাকৃতভাবে তাদের শরীরকে সংকুচিত করে, যার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হতে পারে। এই অস্বাভাবিক  আচরণটি সাপের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। যা সাধারণ ভাবে জিন মিউটেশনের কারণে ঘটে বলেই ধারণা পশু চিকিৎসকদের।  

viral Trending News
Advertisment