Advertisment

সকলই শোভন! 'বৈশাখী ঝড়ে' ভাসল নেটপাড়া

বৈশাখী ঝড়ে কাননের ফুল নষ্ট হওয়ার খবর পাওয়া মাত্র মিমে ছেয়ে গেল সোশাল নেটওয়ার্ক। কি নেই সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ে স্নেহের হাত সরে যাওয়া মাত্র সোশালের খোঁচায় বিদ্ধ শোভন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতা বন্দ্যোপাধ্যায়ে স্নেহের হাত সরে যাওয়া মাত্র সোশালের খোঁচায় বিদ্ধ শোভন

মহানাগরিক এবং দমকল ও আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফায় সরগরম রাজ্য রাজনীতি। ২০১৮ সালের ২০ নভেম্বর পর্যন্ত অনেক জল গড়িয়েছে। অনেকগুলো কাল-‘বৈশাখী’ দেখে ফেলেছেন সকলে। তবে ঝড় পোয়াতে হয়েছে হাতে গোনা কয়েকজনকেই। সে ঝড়ে ফের জলে পড়ে গেলেন বেহালা পূর্বের বিধায়ক। এবারের জল গলা পর্যন্ত, সুইমিং পুলের খেলা-খেলা জল নয়।

Advertisment

এ তো গেল রাজনীতির প্রসঙ্গ। কিন্তু আপন ছন্দে নেটপাড়া। বৈশাখী ঝড়ে কাননের ফুল নষ্ট হওয়ার খবর পাওয়া মাত্র মিমে ছেয়ে গেল সোশাল নেটওয়ার্ক। কী নেই সেখানে? মমতা বন্দ্যোপাধ্যায়ে স্নেহের হাত সরে যাওয়া মাত্র চারদিক থেকে খোঁচায় বিদ্ধ শোভন।

publive-image ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে।

publive-image একের পর এক মিমে ছেয়ে গিয়েছে সোশাল দুনিয়া। ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে।

publive-image বাদ নেই কিছুই। ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে

publive-image ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে।

publive-image ছবি- সোশাল মিডিয়া সৌজন্যে।

publive-image অনেকে পোস্ট শেয়ারও করেছেন। ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে

publive-image ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে

publive-image ছবি: সোশাল মিডিয়া সৌজন্যে

আরও পড়ুন: রাণী রাসমনি-র ‘এয়েচো’ নিয়ে তোলপাড় ফেসবুক, নবান্ন ঘেরাও-এর কথাও ভেবে ফেলেছেন নেটিজেনরা

শোভন চট্টোপাধ্যায় এখন মন্ত্রিত্বহীন। তাঁর নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে সরকারি গাড়িও। তাহলে এরপর কী? মন্ত্রীপদ ছাড়ার পর শোভন চট্টোপাধ্যায় কি বিজেপি-তে যোগ দিচ্ছেন? আপাতত এই প্রশ্ন নিয়েই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর, এর আগে কলকাতার মেয়র দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। কিন্তু কী বিষয়ে কথা হয়েছে তা কেউই খোলসা করেননি।

Social Media west bengal politics
Advertisment