Jaya Kishori Bag Controversy: আধ্যাত্মিক প্রচারক জয়া কিশোরী এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় এই ২৯ বছরের তরুণী। প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। অনেকেই তাঁর কথা শুনতে আসেন বিভিন্ন ধর্মীয় বচন শুনতে। সেই জয়া কিশোরী ভাইরাল হয়েছেন তাঁর হ্যান্ডব্যাগের জন্য। ২ লক্ষ টাকা দামের Dior হ্যান্ডব্যাগ নিয়ে এয়ারপোর্টে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিতর্কে জয়া কিশোরী।
শুধু দামই নয়, ব্যাগটি যে উপাদান দিয়ে তৈরি সেটাও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। Dior ওয়েবসাইট অনুযায়ী, Dior Book Tote হ্যান্ডব্যাগটি কটন এবং কাফস্কিন বা বাছুরের চামড়া দিয়ে তৈরি। যেহেতু জয়া হিন্দু ধর্মীয় প্রচারক, তাই তিনি নিজেই বাছুরের চামড়া দিয়ে তৈরি ব্যাগ নিয়ে ঘোরার কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হয়েছেন।
জয়া কিশোরী পরে নিজের ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু যা সর্বনাশ হওয়ার ততক্ষণে হয়ে গেছে। আধ্যাত্মিক প্রচারক জয়া ২,১০,০০০ টাকার হ্যান্ডব্যাগকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়েছে। জয়া নিজেকে শ্রী কৃষ্ণ ভক্ত বলে দাবি করেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্যের ভিডিওগুলিতেও তিনি পার্থিব জগতের মোহ-মায়া থেকে মুক্ত হওয়ার প্রচার করেন। কিন্তু তিনি নিজেই মূল্যবান জিনিস নিয়ে ঘুরছেন, সেটা অনেকেই ভাল চোখে দেখেননি।
আরও পড়ুন অসাধ্য সাধন Zomato ডেলিভারি বয়ের, হাত ছাড়াই স্কুটারে খাবার ডেলিভারি! সংগ্রামে লাখো মানুষের মন জয়
একজন নেটিজন লিখেছেন, 'আধ্য়াত্মিক প্রচারক, নিজেকে কৃষ্ণভক্ত বলে দাবি করেন এবং মোহ-মায়া ত্যাগ করার প্রচার করেন। অথচ নিজে ২.১০ লক্ষ টাকার ডিওর ব্যাগ নিয়ে ঘুরছেন।'
Spiritual preacher Jiya Kishori deleted her video where she was carrying a Dior bag worth ₹ 210000 only
— Veena Jain (@DrJain21) October 25, 2024
btw she preach Non-Materialism & call herself as Devotee of Lord Krishna.
One more thing : Dior makes bag by using Calf Leather 🐄
pic.twitter.com/0mg3gcm7l9
আরেকজন এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, 'জয়া কিশোরী সবাই জিনিসের উপর মায়া ত্যাগ করতে বলেন, আর নিজে ২ লক্ষ টাকার লাক্সারি ব্যাগ নিয়ে ঘুরছেন। এই প্রচারকরা এমনই, আমাদের ধর্মজ্ঞান দিয়ে নিজেরা আখের গুছিয়ে বিলাসযাপন করেন।'
Jaya Kishori tells people not to be materialistic, yet she herself uses a luxury bag costing over Rs. 2 lakh.
— ︎ ︎venom (@venom1s) October 27, 2024
Most of these preachers are like this, using our religion to profit and live a lavish life. pic.twitter.com/qQ9gWd3IB9
তাঁর বাছুরের চামড়া দিয়ে তৈরি ব্যাগ নিয়েও অনেকে কটাক্ষ করেছেন। অনেকে লিখেছেন, 'আধ্য়াত্মিক গুরু যিনি কি না গো-মাতার পুজো করতে বলেন, আর নিজেই এমন ব্যাগ নিয়ে ঘুরছেন যেটা গরুর চামড়া দিয়ে তৈরি।'
Meet Jaya Kishori, she preach Non - Materialism during her religious preaching
— Veena Jain (@DrJain21) October 27, 2024
But in private she often seen using expensive items like Dior bags, Rolex watch etc. Hypocrisy 🙃 pic.twitter.com/gdl3OGq4O9
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ১৩ জুলাই কলকাতায় জন্মেছেন জয়া কিশোরী। তাঁর দাবি, তিনি অনেক অল্প বয়স থেকেই আধ্য়াত্মিক জগতের দিকে ঝোঁকেন। বর্তমানে তিনি আধ্য়াত্মিক প্রচারক, গায়িকা হিসাবে পরিচিত। তিনি জীবন দর্শন নিয়ে প্রচার করেন, মানুষকে সহজ-সরল জীবনযাপনের পরামর্শ দেন।
Do you know who she is?
— Dr Nimo Yadav Commentary (@niiravmodi) October 27, 2024
She is Jaya Kishori, a spiritual preacher.
She claims to live in a कुटिया (hut) and says she has no property or money.
She preaches that people should not chase after money and instead invest their time in the worship of God.
But in this video, she is… pic.twitter.com/BxD9Nyu7v6