Advertisment

ZOMATO DELIVERY BOY VIDEO: অসাধ্য সাধন Zomato ডেলিভারি বয়ের, হাত ছাড়াই স্কুটারে খাবার ডেলিভারি! সংগ্রামে লাখো মানুষের মন জয়

ZOMATO DELIVERY BOY VIDEO: এমন অনেকে আছেন যারা জীবনের সামান্য সমস্যাতেই হাল ছেড়ে দেন। আবার কেউ কেউ জীবনের সমস্যাগুলিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে জীবন যুদ্ধে জয়ী হন। ভিডিওতে দেখার পর বোঝা যায় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহস থাকলে আমরা যে কোন দুর্বলতাকে শক্তিতে পরিণত করে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
ZOMATO DELIVERY BOY VIDEO

হাত ছাড়াই স্কুটারে খাবার ডেলিভারি! সংগ্রামে লাখো মানুষের মন জয়

ZOMATO DELIVERY BOY VIDEO: সংগ্রামকে শক্তিতে পরিণত করা কাকে বলে, এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এমন অনেকে আছেন যারা জীবনের সামান্য সমস্যাতেই হাল ছেড়ে দেন। আবার কেউ কেউ জীবনের সমস্যাগুলিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে জীবন যুদ্ধে জয়ী হন। ভিডিওতে দেখার পর বোঝা যায় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহস থাকলে আমরা যে কোন  দুর্বলতাকে শক্তিতে পরিণত করে জীবন যুদ্ধে জয়ী হতে পারি।

Advertisment

মৃতপ্রায় সাপকে CPR দিয়ে বাঁচিয়ে তুললেন যুবক! ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড়

 জীবনের উত্থান-পতন খুবই স্বাভাবিক। অনেক সময় জীবনের খারাপ সময়ে অনেকে আছেন কী করবেন বুঝতে না পেরে হাল ছেড়ে দিতে বাধ্য হন। তবে কিছু মানুষ খারাপ পরিস্থিতিতেও হাল না ছেড়ে সংগ্রাম চালিয়ে যান অবশেষে জীবন যুদ্ধে জয়ী হন। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এই ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে দু'হাত ছাড়াই স্কুটার চালিয়ে খাবার ডেলিভারি করছেন। তার পরনে রয়েছে জোমাটো টি-শার্ট এবং তিনি ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন। ক্লিপটিতে দেখা যায় যে লোকটির দুটি হাত নেই এবং তিনি একটি লোহার একটি ফ্রেমকে কাজে লাগিয়ে স্কুটারটিকে নিয়ন্ত্রণ করছেন।  ভিডিওটি @ গুলজার_সাহাব নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এক্স-এ শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত ২ লাখের বেশি মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য করতে দেখা যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এমন পরিস্থিতিতেও আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কারণ এর নাম জীবন।' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আপনি যদি বাঁচতে চান তবে আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে, যদি আপনি স্বর্গ সুখ পেতে চান তবে আপনাকে পরিশ্রম করতে হবে।'

Trending News
Advertisment