scorecardresearch

বড় খবর

জিরো নিয়ে হইহই রব স্য়োশাল মিডিয়ায়, দেখুন কী বলছেন নেটিজেনরা

ছবিতে ৩৮ বছর বয়স শাহরুখ খান অভিনীত চরিত্রের। পোস্টার এবং ট্রেলার রিলিজের পরই স্বমহিমায় অবতীর্ণ হয়েছেন নেটিজেনরা। দেখুন কিং খান আর তার নতুন ছবিকে নিয়ে কি বলছেন তাঁরা।   

জিরো নিয়ে হইহই রব স্য়োশাল মিডিয়ায়, দেখুন কী বলছেন নেটিজেনরা

বাদশার ফ্যানেদের মধ্যে এখন উৎসব উৎসব রব। সামনের শীতেই মুক্তি পাচ্ছে আনন্দ এল রাই পরিচালিত কিং খান অভিনীত ছবি ‘জিরো’। গতকাল ২ নভেম্বর অর্থাৎ শাহরুখের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। পাশাপাশি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির পোস্টারও।

আরও পড়ুন: Shah Rukh Khan 53 B’Day: বাদশাহী জন্মদিনের উদযাপনে জিরোর ট্রেলার লঞ্চ

ট্রেলার দেখেই ছবি সম্পর্কে অনেকটাই আঁচ করছেন দর্শকরা। ৩৮ বছরের এক ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। ‘জিরো’-তে বলিউড বাদশার বাবার ভূমিকায় দেখা মিলবে তিগমাংশু ধুলিয়ার। ছবির পোস্টারে ইতিমধ্যেই দেখা মিলেছে ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মার। তবে পোস্টার আর ট্রেলার রিলিজের পরই স্বমহিমায় অবতীর্ণ হয়েছেন নেটিজেনরা। দেখুন কিং খান আর তার নতুন ছবিকে নিয়ে কি বলছেন তাঁরা।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Srk anushka sharma and katrina kaifs film meme online