Advertisment

পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হল নোবেলজয়ী বিজ্ঞানীকে, ভিডিও দেখে দিশেহারা নেটপাড়া!

সুইডিশ বিজ্ঞানী ‘সভান্তে পাবো’ তার গবেষণার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Svante Pabo, Nobel Prize Winner, Sweden Svante Pabo, Svante Pabo Tala Video, Medicine Research Nobel Prize, Nobel Prize Winner

পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হল নোবেলজয়ী বিজ্ঞানীকে।

পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হল নোবেলজয়ী বিজ্ঞানীকে। এমনই এক কাণ্ড এখন তুমুল ভাইরাল নেটপাড়ায়। কিন্তু কেন এভাবে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হল নোবেল জয়ী বিজ্ঞানীকে সেটাই এখন বড় প্রশ্ন নেটিজেনদের। সম্প্রতি ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সুইডিশ  বিজ্ঞানী ‘সভান্তে পাবো’ তার গবেষণার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়া কোন সাধারণ বিষয় নয়। সারা বিশ্বে সেরার সেরা মেধার প্রমাণের মাধ্যমেই সকলকে টেক্কা দিয়ে এই পুরস্কার জিতেছেন পাবো। 

Advertisment

নোবলে পুরস্কার পাওয়াটা বড় স্বপ্ন পূরণের মতো। কিন্তু ভাবুন এমন এক মহান বিজ্ঞানীকে নোবেল জেতার জন্য যদি পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তবে ঠিক কেমন হবে? ভাবছেন গল্প? না একদমই নয়, নোবেল পুরস্কার জেতার পর এমনই ঘটনা ঘটেছে পাবোর সঙ্গে। আসলে, শনিবার, নোবেল পুরস্কারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী পাবোকে তুলে নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। পুকুরের নোংরা জলে কিছুসময় ভেসে থাকতে দেখা গিয়েছে পাবো কে। আর সেই ভিডিও এখন ভাইরাল।

আরও পড়ুন: < ‘বেবি বাম্প’ ফটোশ্যুট! ব্যক্তির কাণ্ডে তাজ্জব, নেটদুনিয়ায় হাসির রোল >

ভিডিওতে অনেককেই দেখা যাচ্ছে। একই সঙ্গে পুকুরে ফেলে দেওয়ার পরও পাবোকে হাসতে দেখা যায়। নোংরা জলে ভেসে থেকেও নিজের হাসি থামাননি পাবো। টুইটারে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "আমাদের নতুন নোবেল বিজয়ী সাভান্তে পাবোকে যখন তার সহকর্মীরা তাকে একটি পুকুরে ফেলে দেয়”!

জানা গিয়েছে নোবেল জেতার খুশিতে মেতে উঠতে সেই আনন্দ সকলে একসঙ্গে ভাগ করে নিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন পাবো’র বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়েছে এই ভিডিও। মানুষজন এই ভিডিও দেখে বেশ মজাও পেয়েছেন। অনেকেই নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন ভিডিওটিতে।

nobel prize Viral Video
Advertisment