Advertisment

Viral: আন্তর্জাতিক যোগ দিবসে বিরল দৃশ্য, শরীর-মন সুস্থ রাখতে যোগায় সামিল চারপেয়ে, ভিডিও ভাইরাল!

কুকুরটি খালি মাদুরে বসে লোকদের অনুসরণ করে যোগব্যায়ামে সামিল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yoga Ka Video,Yoga Day Video 2024,Doggy Ka Video,Google Trends Today,Dog Doing Yoga Video,Rare Video,Viral Video,Trending Video,Animal Video

কুকুরটি খালি মাদুরে বসে লোকদের অনুসরণ করে যোগব্যায়ামে সামিল হয়েছে।

Viral Video: আজ শুক্রবার ২১ জুন, ভারতসহ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে তাই নয়। মনকেও শান্ত করে। সম্ভবত এই কারণেই যোগব্যায়াম সারা বিশ্বে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। আজ, যোগ দিবস উপলক্ষে, সারা বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও সামনে আসছে। এরই প্রেক্ষিতে একটি ভিডিও সামনে এসেছে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে। অনেককে যোগাসন করতে দেখে একটি কুকুরও সেখানে পৌঁছে যোগযজ্ঞে সামিল হলেন। কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করা সত্ত্বেও কুকুরটিকে সেখান থেকে সরানো সম্ভব হয়নি। কুকুরটিকে খালি মাদুর উপর অনেক আসন প্রদর্শন করতে দেখা যাচ্ছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি হলের মধ্যে অনেকেই যোগব্যায়াম করতে ব্যস্ত। প্রশিক্ষক সবাইকে গাইড করছেন। তার দেওয়া নির্দেশ অনুযায়ী সকলেই যোগাসন পালন করছে। এরই মধ্যে কুকুরটি হলঘরে প্রবেশ করল এবং কুকুরটিকে যোগব্যায়াম করতে দেখা যায় সকলের সঙ্গে। কুকুরটিকে তাড়িয়ে দেওয়া সত্বেও কুকুরটি কিন্তু সেখান থেকে যায় নি। কুকুরটি খালি মাদুরে বসে লোকদের অনুসরণ করে যোগব্যায়ামে সামিল হয়েছে।

আরও পড়ুন : < Viral Video: ভরা বাজারের মাইকেল জ্যাকসনকে নকল, নেচে সোশ্যাল মিডিয়া মাতালেন এই ব্যক্তি >

এমন দৃশ্য দেখে হলের উপস্থিত সবাই রীতিমত অবাক। ভিডিও দেখে কেউ'ই নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। এই ভিডিওটি @Congress_Indira নামের X হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি হাজার বার দেখা হয়েছে।

Viral Video viral Trending News
Advertisment